নবাবগঞ্জে দুদুক পরিচয়ে প্রতারণা, আটক-২

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » নবাবগঞ্জে দুদুক পরিচয়ে প্রতারণা, আটক-২
রবিবার ● ১৫ নভেম্বর ২০২০


নবাবগঞ্জে দুদুক পরিচয়ে প্রতারণা, আটক-২

নবাবগঞ্জ (দিনাজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

দিনাজপুরের নবাবগঞ্জে দুদুক পরিচয় দিয়ে প্রতারণা করা সময় দুই প্রতারককে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলো উপজেলার চক করিমপুর মাদার পাড়া গ্রামের ভুপতি চন্দ্র রায়ের ছেলে কাজল চন্দ্র রায়(২৫), রংপুর জেলার মিঠাপুকুর থানার জালাদীপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে মশিউর রহমান সজিব(৩০)। এ সময় ১ প্রতারক পালিয়ে যায়। পুলিশ তাদের কাছ থেকে একটি ভুয়া পরিচয় পত্র উদ্ধার করে।

নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান জানান-শনিবার বিকেল ৫টায় উপজেলার টুপিরহাট নামক বাজারে পল্লী চিকিৎসক মশফিকুর রহমান তার ফার্মেসীতে অবস্থান করা কালে কাজল ও সজিব সহ ৩জন নিজেদেরকে দুদুকের কর্মকর্তা পরিচয় দিয়ে ঐ পল্লীচিকিৎসকের বিরুদ্ধে দুর্ণীতির অভিযোগ রয়েছে বলে চিকিৎককে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তাদের পরিচয়পত্র দেখতে চাইলে অবস্থা বেগতিক দেখে প্রতারকদল পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাদেরকে আটক করে। পরে থানায় সংবাদ দিলে পুলিশ তাদেরকে আটক করে থানায় আনে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে প্রতারকদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এআরএম/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪১:৫০ ● ২৯৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ