দশমিনায় ইউএও’র মত বিনিময় সভা

প্রথম পাতা » পটুয়াখালী » দশমিনায় ইউএও’র মত বিনিময় সভা
বুধবার ● ৪ নভেম্বর ২০২০


দশমিনায় ইউএও’র মত বিনিময় সভা

দশমিনা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দশমিনা উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা মোসাঃ তানিয়া ফেরদৌস। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে আয়োজিত সভায় ইউএনও বলেন, সমাজের অনিয়ম ও অপরাধ দমনের ক্ষেত্রে দূর্ণীতি প্রতিরোধ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এখন দেশজুড়ে দুর্ণীতি বিরোধী অভিযান চলছে।
উপজেলায় যেকোনো অনিয়ম ও অসঙ্গতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার ঘোষণা দিয়ে তিনি আরো বলেন, ভেজাল বিরোধী ও বাল্য বিবাহ বন্ধে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আরো বেগবান করা হবে। আপনাদের সহায়তা কামনা করে সমাজের আর্থ সামাজিক উন্নয়নে অসামান্য অবদানের জন্য ইউএনও তানিয়া ফেরদৌস ঐতিহ্যবাহী উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান।
উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আহাম্মেদ ইব্রাহিম অরবিল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোসারেফ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ সময় উপস্থিত ছিলেন দূর্ণীতি প্রতিরোধ কমিটির সকল সদস্যবৃন্দ।

এসবি/এমআর

বাংলাদেশ সময়: ১৫:২৬:৩০ ● ৪৮৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ