ফ্রান্সে মহানবীর ব্যাঙ্গচিত্র প্রদর্শন- প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন

প্রথম পাতা » পটুয়াখালী » ফ্রান্সে মহানবীর ব্যাঙ্গচিত্র প্রদর্শন- প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন
বুধবার ● ২৮ অক্টোবর ২০২০


কলাপাড়ায় মানববন্ধন

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ব্যাঙ্গ চিত্র প্রদর্শন ও কূটুক্তির প্রতিবাদে কলাপাড়ার ধানখালীর নিশানবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) শেষ বিকালে শত শত ধর্মপ্রাণ মানুষ এ মানবন্ধনে অংশ নেন। নিশানবাড়িয়া শাহসূফী মমতাজিয়া দরবার শরীফ প্রাঙ্গনে অনুসারিসহ এলাকার শত শত মানুষ মানবন্ধন করেন। এসময় বক্তব্য রাখেন, দরবার শরীফের পরিচালক নিজাম উদ্দিন বিশ^াস, মাওলানা মোশাররফ হোসেন, সমাজ উন্নয়ন সংগঠক গাজী রাইসুল ইসলাম রাজীব, মেম্বার জালাল উদ্দিন আহম্মেদ প্রমুখ। একইদিন সন্ধ্যায় দরবার শরীফে ঈদ-ই মিলাদুন্নবী পালন করা হয়। এ উপলক্ষ্যে দরবার শরীফ প্রাঙ্গনে মুসল্লীদের ঢল নামে।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ১৯:২০:২০ ● ৪০১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ