প্রাথমিকের নৈশ প্রহরী নিয়োগে অনিয়ম-কলাপাড়ায় প্রধান শিক্ষকসহ ৩জনকে আদালতের সমন

প্রথম পাতা » পটুয়াখালী » প্রাথমিকের নৈশ প্রহরী নিয়োগে অনিয়ম-কলাপাড়ায় প্রধান শিক্ষকসহ ৩জনকে আদালতের সমন
রবিবার ● ২৫ অক্টোবর ২০২০


কলাপাড়ায় প্রধান শিক্ষকসহ ৩জনকে আদালতের সমন

কলাপাড়া (পটুয়াখালী)সাগরকন্যা অফিস॥


পটুয়াখালীর কলাপাড়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী কাম দপ্তরী নিয়োগ দেয়ার নামে দেড় লক্ষ টাকা উৎকোচ গ্রহন ও
আত্মসাতের অভিযোগে প্রাথমিকের এক প্রধান শিক্ষক, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও এক ইউপি সদস্যের বিরুদ্ধে সমন জারী করেছেন আদালত।

রবিবার (২৫অক্টোবর) বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র আদালত এ আদেশ জারী করেন। উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের ফুলবুনিয়া গ্রামের ভুক্তভোগী রেজা হাওলাদার’র নালিশী মামলা আমলে নিয়ে আদালত এ আদেশ দেন।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের ৫৫ নং ফুলবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সাইফুল্লাহ (বর্তমানে আরামগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত), বিদ্যালয়
পরিচালনা পর্ষদের সভাপতি মো: মঞ্জু মোড়ল ও ইউপি সদস্য নুরুজ্জামান হাওলাদার রেজাকে নৈশ প্রহরী কাম দপ্তরী পদে নিয়োগের জন্য বিভিন্ন তারিখ ও সময় দেড় লক্ষ টাকা উৎকোচ গ্রহন করেন। এরপর চাকুরী কিংবা টাকা ফেরৎ না দেয়ায় প্রতিকার চেয়ে ইউএনও, কলাপাড়া বরাবর অভিযোগ দেন রেজা। এতে ইউএনও
প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। তদন্তে বাদীর অভিযোগের সত্যতা পাওয়ায় ইউএনও সংক্ষুব্দকে অভিযুক্তদের বিরুদ্ধে আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দেন।

আদালতের বেঞ্চ সহকারী মো: ফেরদৌস মিয়া বিজ্ঞ আদালতের এ আদেশের সত্যতা স্বীকার করেন।


এমবি/এমআর

বাংলাদেশ সময়: ২০:০০:৫৪ ● ৩০৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ