গলাচিপায় কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্বোধন

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্বোধন
সোমবার ● ৫ অক্টোবর ২০২০


গলাচিপায় কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্বোধন

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় চিকনিকান্দী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ‘কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আশীষ কুমারের সভপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. সাহিন শাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন মোল্লা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, চিকনিকান্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক অবনী রায়সহ ইউনিয়ন আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি মু. সাহিন শাহ বলেন, শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার। যে সোনার বাংলা গড়ার স্বপ্ন জাতির জনক শেখ মুজিবুর রহমান দেখে ছিলেন, যে অর্থনৈতি মুক্তি চেয়েছিলেন মানুষের, যে ক্ষুধা ও দারিদ্র মুক্ত সমাজ গড়তে চেয়েছিলেন সবার জন্য, তারই সুযোগ্য কন্যা সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা দেশকে ডিজিটাল দেশ হিসেবে গড়ে তুলেছেন। বিশে^ উন্নয়নশীল দেশ হিসেবে এক রোল মডেলে পরিনত হয়েছে। এ সরকার জনগণের মানউন্নয়নে স্বাস্থ্য খাতের দেশ এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিশু কিশোররা আমাদের আগামীর ভবিষ্যত তাই সরকার বিভিন্ন জায়গায় কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে। আজ চিকনিকান্দী ইউনিয়নেও শুভউদ্বোধন হলো‘ কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্র’।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ১৯:০৮:৫৩ ● ২৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ