দশমিনায় শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো শুরু

প্রথম পাতা » পটুয়াখালী » দশমিনায় শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো শুরু
রবিবার ● ৪ অক্টোবর ২০২০


দশমিনায় ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হচ্ছে

দশমিনা(পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

সারাদেশের ন্যায় পটুয়াখালীর দশমিনায় ১৮হাজার ৪শ” ৬৫ শিশু রোববার (৪ অক্টোবর) থেকে শুরু হয়েছে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হচ্ছে। খাওয়ানো চলবে চলতি মাসের ১৭ পর্যন্ত। ছয় থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এ ভিটামিন খাওয়ানো হবে। ছয় থেকে ১২মাস বয়সের শিশুদের নীল ক্যাপসুল দেয়া এবং এক থেকে পাঁচ বছর বয়সী শিশুদের লাল ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, এই ক্যাম্পেইনের সাথে জড়িত কর্মীদের সার্জিক্যাল মাস্ক দেয়া হয়েছে এবং করোনাভাইরাস থেকে নিরাপদ থাকতে তাদের সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তিনি আরও বলেন, অভিভাবকদের স্বাস্থ্যবিধি মেনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য শিশুদের কেন্দ্রে নিয়ে আসতে হবে। ‘আশা করি কোনো শিশু টিকা খাওয়া থেকে বাদ পড়বে না, এমনকি কেউ বাদ পড়লেও তাদের পরে খাওয়ানো হবে। তবে অসুস্থ শিশুদের ক্যাপসুল খাওয়ানো হবে না।’ ক্যাপসুল খাওয়ানোর জন্য উপজেলায় মোট কেন্দ্র ১৪৪টি, স্বাস্থ্য-সহকারী ১৭জন এবং স্চ্ছো-সেবক-২৮৮জন।

এসবি/এমআর

বাংলাদেশ সময়: ১৭:২০:৫৭ ● ২৮৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ