পটুয়াখালীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ওরিয়েন্টেন কর্মশালা

প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ওরিয়েন্টেন কর্মশালা
বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২০


পটুয়াখালীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ওরিয়েন্টেন কর্মশালা

পটুয়াখালী (প্রতিনিধি) সাগরকন্যা প্রতিনিধি॥

আগামী ৪ অক্টোবর থেকে পক্ষকালব্যাপী পটুয়াখালী জেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালনে জেলা পর্যায়ে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টায় সিভিল সার্জন অফিসের আয়োজনে সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই ভবন মিলনাতনে এ কর্মশালঅ অনুষ্ঠিত হয়। জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বান্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়েরর সহযোগিতায় জেলা পর্যায়ে সাংবাদিকদের নিয়ে এ ওরিয়েন্টেন কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম।
পাওয়ার পয়েন্টের মাধ্যমে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর বিভিন্ন দিক নির্দেশনা উপস্থাপন করেন সিভিল সার্জন অফিস’র মেডিকেল অফিসার ডা. সুমন কুমার বালা ও এমআই অফিসার মুক্তা আক্তার। ওরিয়েন্টেন কর্মশালায় জেলা পর্যায়ে প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিকগনসহ সিভিল সার্জন অফিসের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর মাধ্যমে দেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব র্নিমুল এবং অপুষ্টিজনিত শিশু মুত্যু প্রতিরোধ করার লক্ষ্যে পুষ্টি বিষয়ক বার্তা তুণমূল পর্যায়ে পৌছে দেয়া হবে। পটুয়াখালী জেলার ৪টি পৌরসভা ৭টি উপজেলার ৭৪টি ইউনিয়নের ২৩১টি ওয়ার্ডের ১৮২৭টি স্থায়ী ও ১৮২১টি অস্থায়ী কেন্দ্রে প্রায় ৪৫০০ কর্মীর মাধ্যমে  থেকে ১১মাস বয়সী ২৬৩৩৮জন শিশুকে ১টি করে নীল  এবং ১ থেকে ৫৯ মাস বয়সী ২লাখ ২০ হাজার৮শত ৮৬জন শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানা হবে।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ১৬:৩২:৫৭ ● ২৭০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ