পটুয়াখালীতে টাউন হল রক্ষায় গ্রুপ থিয়েটারের মানববন্ধন

প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে টাউন হল রক্ষায় গ্রুপ থিয়েটারের মানববন্ধন
বুধবার ● ২৩ সেপ্টেম্বর ২০২০


পটুয়াখালীতে টাউন হল রক্ষায় গ্রুপ থিয়েটারের মানববন্ধন

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালী জেলার ১২৬ বছরের রাজনৈতিক ও সাংস্কৃতিক চর্চার ঐতিহ্যবাহী টাউনহল ও ড্রামেটিক ক্লাব  দখলদারদের কবল থেকে রক্ষার দাবীতে মৌন মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে দখিনা নাট্যমঞ্চ পটুয়াখালীর আয়োজনে টাউন হলের সম্মুখে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারী জেনারেল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল বায়েজীদ, সভাপতি মন্ডলীর সদস্য অনন্ত হিরা, দখিনা নাট্য মঞ্চ পটুয়াখালীর সভাপতি এ্যাডভোকেট শৈলেন চন্দ্র ও সাধারন সম্পাদক আতিকুজ্জামান দীপু। এসময় জেলার শতাধিক সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা অনতিবিলম্বে পটুয়াখালীর টাউনহল অবৈধ দখলদারমুক্ত করে পূর্বের পরিবেশ ফিরিয়ে আনার দাবী জানান। এছাড়ভ দেশের বিভিন্ন স্থানে টাউনহলের মত ইতিহাস ঐতিহ্যবাহী বিভিন্ন সাংস্কৃতিক চর্চার প্রতিষ্ঠানগুলো দখলমুক্ত করার দাবি জানান।
এর আগে শহীদ স্মৃতি পাঠাগার হতে একটি মৌন মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে টাউনহলের সামনে শেষ হয়।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৫৮:৪৭ ● ৩০৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ