দুমকিতে ফের ২ট্রলারসহ ৯শ্রমিক আটক

প্রথম পাতা » পটুয়াখালী » দুমকিতে ফের ২ট্রলারসহ ৯শ্রমিক আটক
শুক্রবার ● ১৮ সেপ্টেম্বর ২০২০


দুমকিতে ফের ২ট্রলারসহ ৯শ্রমিক আটক

দুমকি (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥


পটুয়াখালীর দুমকিতে লোহালিয়া নদীর তীরবর্তি সন্তোষদি চরাঞ্চলের মাটি কেটে নেয়ার সময় ফের মাটিবহনকারী ২ট্রলারসহ ৯শ্রমিককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে মুরাদিয়া ইউনিয়নের লোহালিয়া নদীর তীরবর্তি সন্তোষদি এলাকা থেকে মাটিভর্তি ২ট্রলারসহ ৯জন শ্রমিককে আটক করে। আটককৃত শ্রমিকরা অবৈধ ভাবে মাটি কেটে বগার মেসার্স হাওলাদার ব্রিক্স ফিল্ডে সরবরাহ করছিল বলে স্বীকারোক্তি দিয়েছে।
দুমকি থানার সহকারি পুলিশ পরিদর্শক (এসআই) মো: কামরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুরাদিয়ার সন্তোষদি এলাকায় লোহালিয়া নদীর তীরবর্তি চরে অবৈধ ভাবে মাটি কেটে নেয়ার সময় মাটি কাটায় ব্যবহৃত ২টি ট্রলারসহ ৯ শ্রমিককে আটক করতে সক্ষম হন।  আটককৃত শ্রমিকরা হচ্ছে, আশ্রফ আলী (৩৫), শাহিন আলম (৩০), মামুন গাজী (২৫), এনামুল (২৫), হেলাল সরদার (৩০), সাহাবুদ্দিন (৩৫), সফিকুল (৩৫), মিঠুন শেখ (২৪) ও রাসেল (২০)। আটককৃত শ্রমিকরা সবাই সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বাসিন্দা। তারা সবাই বগা এলাকার মেসার্স হাওলাদার ব্রিক্স’র শ্রমিকের কাজ করছিল। দুমকি থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, জব্দকৃত ট্রলার দুটি স্থানীয় চৌকিদারের জিম্মায় রাখা হয়েছে। আটককৃত শ্রমিকদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হবে। এরিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল সাড়ে ৪টা) আসামীরা থানা হাজতে রয়েছে।

এর আগে গতবৃহস্পতিবার অবৈধভাবে মাটি কেটে নেয়ার অপরাধে ১৩ শ্রমিককে আটকের পর ভ্রাম্যমান আদালতের বিচারে ৫০হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহি মেজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো:আল-ইমরান।

এমআর

বাংলাদেশ সময়: ২০:০৮:৫৩ ● ২৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ