কুয়াকাটা মহাসড়কে দু’বাস চালকের জরিমানা

প্রথম পাতা » পটুয়াখালী » কুয়াকাটা মহাসড়কে দু’বাস চালকের জরিমানা
বুধবার ● ৫ আগস্ট ২০২০


কুয়াকাটা মহাসড়কে দু’বাস চালকের জরিমানা

কলাপাড়া (পটুয়াখালীর) সাগরকন্যা অফিস॥

কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে যাত্রী বাহী গণপরিহনে অতিরিক্ত ভাড়া আদায় ও স্বাস্থ্য বিধি না মানায় ভ্রাম্যমান আদালত দু’বাস চালককে ৬ হাজার টাকা আর্থিক দন্ড প্রদান করেছে।
বুধবার (৫ আগস্ট) দুপুরে কলাপাড়া চৌরাস্তা বাসষ্ট্যান্ডে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল এ দন্ডাদেশ প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত বাস চালকরা হল বরগুনা সদর উপজেলার কেজি স্কুল রোডের মজিবুর রহমান (৪২) ও আমতলী পৌরসভার ৩নং ওয়ার্ডের মো: হেলাল (৩২)।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী উবাসুয়ে জানান, কুয়াকাটা মহাসড়কে চলমান গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ও স্বাস্থ্য বিধি না মানায় ভ্রাম্যমান আদালত বাস চালক মজিবুরকে ৫হাজার ও হেলালকে ১হাজার টাকা জরিমানা করেন। দন্ডপ্রাপ্তরা তাদের জরিমানার টাকা প্রদান করায় তাদের ছেড়ে দেয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগৎবন্ধু মন্ডল বলেন, সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রন ও নির্মূল আইন ২০১৮এর ২৪(১)ধারা ২৪(২)ধারা মতে এ জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিঁনি।

এমবি/এমআর

বাংলাদেশ সময়: ২২:৫১:৪৬ ● ৩১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ