গলাচিপায় অন্যের জমিতে জোড়পূর্বক রাস্তা নির্মাণ!

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় অন্যের জমিতে জোড়পূর্বক রাস্তা নির্মাণ!
বুধবার ● ৫ আগস্ট ২০২০


গলাচিপায় অন্যের জমিতে জোড়পূর্বক রাস্তা নির্মাণ!

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় স্থানীয় চৌকিদারের সহায়তায় অবৈধ ভাবে আনিচ হাওলাদার(৬২) নামের এক কৃষকের রেকর্ডীয় চাষের জমিতে একটি নির্দিষ্ট বাড়ির ব্যক্তিগত রাস্তা নির্মাণ করার অভিযোগ উঠেছে উমর শরীফ (৩৫), মজিবর শরীফ (৪০), আনোয়ার শরীফ (৩৮), জাহাঙ্গীল শরীফ (৪০), হালিম শরীফ (৩০), মুসা শরীফ (২৫) ও কামাল শরীফের (৩৫) বিরুদ্ধে। অভিযোগকারী জমির মালিক কৃষক আনিচ হাওলাদার উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের নিমহাওলা গ্রামের মৃত ফয়জর আলী হাওলাদারের ছেলে। আর অভিযুক্তরা একই গ্রামের বাসিন্দা। এ নিয়ে ভুক্তভোগী কৃষক আনিচ হাওলাদার তার বাড়ির উত্তর পাশে ধান ক্ষেতের জমিতে মঙ্গলবার দুপুওে মাটির রাস্তা নির্মাণে বাঁধা দিতে গেলে কাঞ্চন আলী শরীফের ছেলে উমর শরীফের নেতৃত্বে উপরোল্লেখিত অভিযুক্তরা একজোট হয়ে তাকে মারধর করে।
সরেজমিনে গিয়ে জানাযায়, কিছু দিন পূর্বে স্থানীয় চৌকিদার জালাল প্যাদার সহায়তায় অন্যায় ভাবে আনিচ হাওলাদারের চাষের জমিতে মাটির রাস্তা নির্মাণ করেছেন উমর শরীফ ও তার সহযোগীরা। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মস্তফা খানকে অবহিত করা হলে তিনি রাস্তা নির্মাণের কাজ বন্ধ রাখার জন্য উমর শরীফকে নিষেধ করেছেন। ইউপি চেয়ারম্যানের নিষেধ করা সত্ত্বেও উমর শরীফ তার দলবল ও বাড়ির মহিলাদেরকে নিয়ে মঙ্গলবার দিন পুনরায় মাটির রাস্তা নির্মাণ করতে আসে। এ সময় কৃষক আনিচ হাওলাদার বাধা দিতে গেলে এলোপাথারি কিল-ঘুষি, লাথি মেরে তাকে রক্তাক্ত জখম করে। এ ব্যাপারে কৃষক আনিচ হাওলাদার বলেন, আমার বাড়ির উত্তর পাশের ধান ক্ষেতের মধ্যে দিয়ে উমর শরীফ তার লোকজন নিয়ে জোরপূর্বক রাস্তা তৈরি করেছে।আমার জমির দক্ষিন পাশে যেখানে খাস জায়গা আছে সেখানে তাদের বাড়ির ব্যক্তিগত রাস্তা করার জন্য আমি তাদেরকে বলেছি। কিন্তু ওরা আমার জমির মধ্যে দিয়েই রাস্তা করেছে। আমি বাধা দিতে গেলে ওরা আমাকে এলোপাথারি কিল-ঘুষি, লাথি মারে। এতে আমার নাক দিয়ে অনেক রক্ত ঝরে। ন্যায় বিচার পাওয়ার জন্য আনিচ হাওলাদার উমর শরীফ ও তারসহযোগীদের বিরুদ্ধে থানায় অভিযোগ করবেন বলে জানান।
এ বিষয়ে অভিযুক্ত উমর শরীফ বলেন, জালাল চৌকিদার ও এলাকার লোকজনের সাথে আলোচনা করেই আমরা রাস্তা তৈরি করেছি। আমরা জোরপূর্বক রাস্তা তৈরি করিনি। এ ব্যাপারে স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আ. আলীম হাওলাদার বলেন, উমর শরীফ ও তার বাড়ির লোকজন এলাকার কোন মানুষের সাথে আলোচনা না করেই জোরপূর্বক আনিচ হাওলাদারের কৃষি জমিতে মাটির রাস্তা তৈরি করেছে। আমি নিষেধ করা সত্ত্বেও ওরা অন্যায় ভাবে রাস্তা তৈরি করেছে। আমি বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবহিত করেছি। কিন্তু চেয়ারম্যান কাজ বন্ধ করা সত্ত্বেও ওরা গায়ের জোরে রাস্তার কাজ করেছে।
এ বিষয়ে স্থানীয় চৌকিদার জালাল প্যাদার কাছে জানতে চাইলে তিনি বলেন, আনিচ হাওলাদার তার জমির মধ্যে দিয়ে রাস্তা করার জন্য অনুমতি দেয়ায় উমর শরীফদেরকে আমি রাস্তা করতে বলেছি। এখন আনিচ হাওলাদার আবার রাস্তার কাজ বন্ধ করতে চান কেন তা আমি জানিনা। এ ব্যাপারে রতনদী তালতলী ইউপি চেয়ারম্যান গোলাম মস্তফা খান বলেন, আমি উমর শরীফকে রাস্তার কাজ করতে নিষেধ করেছি। পওে জানতে পারলাম আমার নিষেধ সত্ত্বেও ওরা জোরপূর্বক কাজ করেছে। তাই আমি আনিচ হাওলাদারকে আইনের আশ্রয় নেয়ার জন্য পরামর্শ দিয়েছি। এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২১:০১:২৯ ● ২৭৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ