দু’কর্মকর্তার করোনা শনাক্ত-কাউখালীতে অগ্রণী ব্যাংক লকডাউন

প্রথম পাতা » পিরোজপুর » দু’কর্মকর্তার করোনা শনাক্ত-কাউখালীতে অগ্রণী ব্যাংক লকডাউন
বুধবার ● ৮ জুলাই ২০২০


---

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালীতে অগ্রণী ব্যাংকের  দু’জন কর্মকর্তা করোনাভাইরাসে সংক্রমিত হওয়ায় এবং করোনা সংক্রমণ রোধ ও গ্রাহকদের সুরক্ষায় ব্যাংকটি লকডাউন ঘোষণা করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) দুপুরে উত্তর বাজারে অবস্থিত ওই ব্যাংকের শাখাটিতে লাল পতাকা উত্তোলন করে লকডাউন ঘোষণা করে।
কাউখালী অগ্রণী ব্যাংক লকডাউন ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা.খালেদা খাতুন রেখা।তিনি জানান, অগ্রণী ব্যাংক কাউখালী শাখায় কর্মরত দুইজন কোভিড–১৯ রোগী হিসেবে শনাক্ত হয়েছেন। এ কারণে ওই শাখার গ্রাহকসহ কর্মরত সবার সুরক্ষা ও করোনা সংক্রমণ ঝুঁকিরোধে এই লকডাউন করা হয়েছে।
এ ছাড়া কাউখালী ইউনিয়ন ভুমি অফিসসহ আরো ৫জন কোভিড-১৯ রোগী হিসেবে শনাক্ত রোগীর বাসা লকডাউন করেছে উপজেলা করোনা প্রতিরোধ কমিটি।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪৮:৩৮ ● ৩৮৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ