গলাচিপায় বনকর্মীদের অপকর্মে বাঁধা দেয়ায় গাছ কাঁটার মামলা!

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় বনকর্মীদের অপকর্মে বাঁধা দেয়ায় গাছ কাঁটার মামলা!
সোমবার ● ৬ জুলাই ২০২০


গলাচিপায় বনকর্মীদের অপকর্মে বাঁধা দেয়ায় গাছ কাঁটার মামলা!

গলাচিপা(পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

গলাচিপায় বন বিভাগের কর্মীদের অবৈধ কর্মকান্ডের প্রতিবাদ করায় ৫উপকারভোগীদের বিরুদ্ধে গাছ কাঁটার মিথ্যা মামলা করেছে পক্ষিয়া ফরেষ্ট ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক। নিজের অপকর্ম ঢাকার জন্য সামাজিক বনায়ন প্রকল্পের উপকার ভোগীদের বিরুদ্ধে এ মিথ্যা মামলা দেয়া হয়েছে। এ ব্যাপরে ওই ঘটনার প্রতিকার চেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে আবেদন করেছে স্থানীয় এলাকাবাসী।

এলাকাবাসী জানায়, উপজেলার সদর ইউনিয়নের বোয়ালিয়া বাজারের রেজাউল প্যাদার বাড়ির সামনের ওয়াবদা বেড়িবাঁধের ভিতরে তাদের লাগানো একটি রেইনট্রি গাছ কাটে। গাছ কাটার সময় স্থানীয় উপকার ভোগীরাও উপস্থিত ছিল। এ ঘটনায় বন বিভাগের ওই কর্মকর্তা কাউকে কিছু না জানিয়ে গোপনে গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে স্থানীয় ৫ উপকারভোগীর বিরুদ্ধে গাছ কাটার অভিযোগে মিথ্যা মামলা দায়ের করেন।

মামলার প্রধান আসামী স্থানীয় উপকারভোগী ও সমাজসেবক মো.ইদ্রিসুর রহমান জানান, বিভিন্ন সময় বন বিভাগের কর্মীদের অবৈধ কর্মকন্ডের প্রতিবাদ করায় আমিসহ ৫জনের বিরুদ্ধে বন বিভাগের কর্মকর্তা মিথ্যা মামলা দায়ের করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমিসহ উপকারভোগীরা এর প্রতিকার চাই।

এনআরএস/এমআর

বাংলাদেশ সময়: ১৯:০২:০৪ ● ৩০৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ