মশা ছড়িয়ে পড়ার আশঙ্কা কলাপাড়া পৌর শহরের সড়কে বৃষ্টি হলেই জমে থাকে পানি!

প্রথম পাতা » পটুয়াখালী » মশা ছড়িয়ে পড়ার আশঙ্কা কলাপাড়া পৌর শহরের সড়কে বৃষ্টি হলেই জমে থাকে পানি!
মঙ্গলবার ● ৩০ জুন ২০২০


কলাপাড়া পৌরশহরের বিভিন্ন সড়কে এভাবে বৃষ্টির পানি জমে থাকে।

কলাপাড়া সাগরকন্যা অফিস
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের বিভিন্ন এলাকায় রাস্তার ড্রেনেজ ব্যবস্থা সচল না থাকায় সামান্য বৃষ্টি হলেই রাস্তার পাশে পানি জমে থাকতে দেখা গেছে। বর্ষা মৌসুমে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে এসকল স্থানে ডেঙ্গু মশা জন্মাবার আশংকা করছেন এলাকাবাসী।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সওজ’র সড়কের উপর পানি জমে নর্দমায় পরিনত হয়েছে। হাইওয়ে সংলগ্ন আবাহাওয়া উপ-কেন্দের দক্ষিণ পাশে রাস্তার উপর পানি জমে সেখানে বিভিন্ন ধরনের ময়লা ও আবর্জনা বাসা বেঁধেছে। ফেলে রাখা হয়েছে প্রচুর ডাবের খোশা। বৃষ্টিতে ডাবের খোশায় পানি জমে জন্ম হতে পারে ডেঙ্গু মশা। রাডারের দক্ষিণ পাশ থেকে উত্তর পাশ পর্যন্ত ড্রেন নির্মাণ করা হলেও যথার্থ রক্ষণাবেক্ষণের অভাবে তাতে মাটি পড়ে বন্ধ হয়ে গেছে। শহরের এতিম খানা হইতে রহমতপুর হয়ে চইয়াপাড়া চৌরাস্তা পর্যন্ত সড়কটির পাশে বিভিন্ন পয়েণ্টে খুব গভীর করে ড্রেন নির্মাণ করা হলেও বৃষ্টিতে সড়কের উপর পানি জমে বছর ঘুরতে না ঘুরতে সড়ক গুলো খানাখন্দের সৃস্টি হয়ে অল্পতেই চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। এ সড়ক গুলোতে চলাচলরত পথচারী, গাড়ির ড্রাইভার ও সড়কের পাশে স্থায়ী বসবাসরত বাসিন্দারা অভিযোগ করে সাগরকন্যাকে বলেন, ড্রেন নির্মাণের পরে পাশে ফেলে রাখা মাটির কারণে রাস্তার উপর ঘাস জন্মে জঙ্গল তৈরী হয়ে ড্রেনের মুখ আটকে জলাবদ্ধতার সৃস্টি হয়েছে। অতিদ্রুত এগুলোর সংষ্কার না করলে ডেঙ্গু মশার উপদ্রবে ভয়াবহ অবস্থা রূপ নিতে পারে বলে তারা মনে করছেন। শহরের বিভিন্ন জায়গায় যে জলাবদ্ধতা তৈরী হয়, তা যদি বর্ষার সময় স্থায়ী হয় তবে এডিশ মশার লার্ভা থেকে প্রচুর ডেঙ্গু মশা জন্ম হওয়ার আশংকা রয়েছে। যার থেকে ডেঙ্গু মহমারী আকারে ছড়িয়ে পড়তে পারে বলেও তারা মনে করছেন। সচেতনমহল মনে করে, পৌরবাসীকে জলাবদ্ধতা ও মহামারী ডেঙ্গু থেকে সুরক্ষিত রাখতে চাইলে অচিরেই এসকল ড্রেনের মুখ ও রাস্তার ময়লা আবর্জনা পরিস্কার করে জলাবদ্ধতা মুক্ত করা ছাড়া বিকল্প কোন পথ নেই। নচেৎ করোনার মতো ভয়াবহ পরিস্থিতি তৈরী হওয়া সময়ের ব্যাপার বলেও মনে করছেন অভিজ্ঞ মহল। এবিষয় কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার সাগরকন্যাকে বলেন, পৌরসভার পক্ষ হতে সপ্তাহে দুইবার শহরের প্রতিটি ড্রেন পরিষ্কার ও মশা নিধন ঔষধ স্প্রে করা হয়। তার পরেও কোন জলাবদ্ধতা তৈরী হলে অপসারণের ব্যবস্থা নেওয়া হবে।

এসকেআর/এনবি

বাংলাদেশ সময়: ১২:০৬:৪৮ ● ৩০৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ