দুমকিতে বাপ-বেটাকে কুপিয়ে জখম

প্রথম পাতা » পটুয়াখালী » দুমকিতে বাপ-বেটাকে কুপিয়ে জখম
সোমবার ● ২২ জুন ২০২০


দুমকিতে পূর্বশত্রুতায় বাপ-বেটাকে কুপিয়ে জখম

দুমকি (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দুমকিতে তুচ্ছ ঘটনার জেরে খলিল গাজী (৪৫) ও হাবিব গাজী (১৭) নামের বাপ-ছেলেকে কুপিয়ে জখম করেছে প্রতিবেশী আলাউদ্দিন ওরফে আলো খার ভারাটে সন্ত্রাসীরা। বুকে-পেটে ও ঘাড়ে গুরুতর কাটা জখমী বাপ-ছেলেকে মূমূূর্ষু অবস্থায় উদ্ধার করে স্বজনরা প্রথমে উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতিতে দ্রুত বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শেবাচিম হাসপাতাল কর্তৃপক্ষ খলিলের অবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকায় স্থানান্তর করেছে। রবিবার (২১ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গাজীবাড়ী সংলগ্ন রাস্তায় এ সহিংসতার ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী খলিল গাজীর সাথে প্রতিবেশী আলাউদ্দিন ওরফে আলো খার গরুতে ঘাস খাওয়াকে কেন্দ্রকরে ঝগড়া বিবাদ চলছিল। এ শত্রুতার জেরে রবিবার (২১ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা শহর থেকে বাপ-ছেলে মিলে গ্রামের বাড়ীতে যাওয়ার পথে আলাউদ্দিন আলো খার নেতৃত্বে ৪/৫জনের ভাড়াটে সন্ত্রাসীচক্র খলিল গাজী ও তার ছেলে হাবিব গাজীকে এলোপাথারি কুপিয়ে জখম করে। ডাকচিৎকারে প্রতিবেশী লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। খবর পেয়ে স্বজনরা গুরুতর আহত বাপ-ছেলেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছার আগে-ভাগেই হামলাকারী সন্ত্রাসীরা সটকে পড়ে। এঘটনায় আলাউদ্দিনের স্ত্রী খালেদা বেগমকে (৪০) আটক করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে চাপাতি, ক্রিজ ও ছোরাসহ বেশ কয়েকটি ধারাল অস্ত্র জব্দ করেছে। ঘটনার সত্যতা নিশ্চিৎ করে দুমকি থানার অফিসার ইনচার্জ মো: মেহেদী হাসান বলেন, মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।

এমআর

বাংলাদেশ সময়: ১৮:১৭:৫৬ ● ২৬২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ