কলাপাড়ায় আমফানে ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণে সেনাসদস্যরা

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় আমফানে ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণে সেনাসদস্যরা
শনিবার ● ২৩ মে ২০২০


কলাপাড়ায় আমফানে ক্ষতিগ্রস্তদের ঘর নির্মানে সেনাসদস্যরা

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় আমফানের প্রভাবে ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি তৈরি করে দিচ্ছে শেখ হাসিনা সেনা নিবাসের সাত পদাদিক ডিভিসনের অন্তরগত সাত আটিলারি ব্রিগেডের ৪২ ফিল্ড রেজিমেন্টের সদস্যরা।
শনিবার (২৩ মে) সকালে কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া চৌরাস্তা এলাকার মো. আল আমিন মিয়ার ঘর মেরামত করে দেন এ সেনাসদস্যরা।
ক্যাপ্টেন মো.ওয়াসিফ ইবনে সারোয়ার জানান, আমরা ত্রাণ কার্যক্রমের পাশাপাশি ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্তদের তালিকা অনুযায়ী ঘরবাড়ি নির্মান করে দিচ্ছি।

এসএম/এমআর

বাংলাদেশ সময়: ২২:০৪:০০ ● ৪৪৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ