চরফ্যাশনে মসজিদে হামলা ও ভাংচুরের অভিযোগ

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে মসজিদে হামলা ও ভাংচুরের অভিযোগ
শনিবার ● ২৩ মে ২০২০


চরফ্যাশনে মসজিদে হামলা ও ভাংচুরের অভিযোগ

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচার চরমানিকার রুহুল আমীন চেয়ারম্যান বাজার জামে মসজিদে তারাবির নামাজ পড়া অবস্থা সন্ত্রাসী ইউপির সদস্য আবদুল মন্নানের নেতৃত্বে হামলা চালিয়ে ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ আইচা থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
জানা যায়, শুক্রবার রাত পৌনে ৯টার সময় চরমানিকা ইউপির সদস্য সন্ত্রাসী আবদুল মন্নানের নেতৃত্বে পারিবারিক কলহের জের ধরে তারাবির নামাজ পড়া অবস্থায় মসজিদের ভিতরে প্রবেশ করে হামলা চালায়। এতে মুসল্লিরা নামাজ ছেড়ে পালিয়ে যায়। মসজিদের মালামাল ভাংচুর করা হয়। তাৎক্ষণিক দক্ষিণ আইচা থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। মসজিদ কমিটির সহ-সভাপতি কামাল চৌধুরী বলেন, ইউপির সদস্য আবদুল মান্নান নামাজ অর্ধেক পড়া হয়েছে এমত অবস্থায় হামলা চালিয়ে মুসল্লিদের মাঝে আতংকিত সৃষ্টি করেছে। মসজিদের অনেক কিছু ভাংচুর করেছে। পুলিশ মসজিদের ভাংচুরকৃত মালামাল থানায় নিয়ে গেছে। এই ঘটনা মুসল্লিগন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
চরমানিকা ৮নং ওয়ার্ডের ইউপির সদস্য আবদুল মন্নান বলেন, আমার বোন কামরুন নাহারকে বাসুর জামালের নেতৃত্বে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পিটিয়েছে এতে আমি মসজিদের বাহিরে তাদের সাথে কথার কাটাকাটি হয়েছে। ওসি সাহেব বিষয়টি জানেন।  দক্ষিণ আইচা থানার ওসি হারুন অর রশিদ বলেন, ইউপির সদস্য মন্নানের বোনকে মারধরের ঘটনা নিয়ে ঘটনার সূত্রপাত। শনিবারে (২৩ মে) মসজিদ কমিটির সভাপতি মাধ্যমে ফয়সালা হবে।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৭:১৮:২৯ ● ২৮৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ