বাউফলে লক ডাউন অমান্য করায় ৩৯ হাজার টাকা জরিমানা

প্রথম পাতা » পটুয়াখালী » বাউফলে লক ডাউন অমান্য করায় ৩৯ হাজার টাকা জরিমানা
সোমবার ● ১৮ মে ২০২০


বাউফলে লক ডাউন অমান্য করায় ৩৯ হাজার টাকা জরিমানা

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥


পটুয়াখালীর বাউফলে সরকারি নির্দেশ উপেক্ষা করে দোকান খোলা ও সামাজিক দূরত্ব মেনে না চলার দায়ে আজ সোমবার (১৮ মে) পৃথক ভ্রাম্যমান আদালত নয় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে জেলা প্রশাসকের নির্দেশে আজ সোমবার থেকে বাউফল উপজেলাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষনা করা হয়েছে। পরবর্তী ঘোষনা না দেওয়া পর্যন্ত এ নির্দেশ মানতে হবে। এ সংক্রান্ত নোটিশ ও মাইকিং করা হয়েছে।
লকডাউন অমান্য করায় বাউফল পৌর শহরে তিন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২৫ হাজার ৫০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও জাকির হোসেন। একই অপরাধে কালাইয়া বন্দরের ছয় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিছুর রহমান বালী।

এমআর/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৩৯:২০ ● ২৭০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ