‘আম্ফান’ মোকাবেলায় কাউখালীতে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

প্রথম পাতা » পিরোজপুর » ‘আম্ফান’ মোকাবেলায় কাউখালীতে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি
রবিবার ● ১৭ মে ২০২০


‘আম্ফান’ মোকাবেলায় কাউখালীতে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

কাউখালী সাগরকন্যা প্রতিনিধি॥

রবিবার (১৭ মে) দুপুরে  কাউখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে ঘূর্ণিঝড় আম্ফান মোকাবেলায় আগাম প্রস্তুতিমূলক এক জরুরি সভায় অনুষ্ঠিত হয়েছে

ঘূর্ণিঝড় মোকাবেলায় কাউখালী  উপজেলা প্রশাসনের পক্ষ হতে গ্রহণ করা হয়েছে ব্যাপক প্রস্তুতি। সভার সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা  আশ্রয়কেন্দ্র সচল, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, সেচ্ছাসেব টিম প্রস্তুত থাকতে বলা হয়েছে। দুর্যোগ মুহূর্তে একেকটি আশ্রয়কেন্দ্রে মানুষের খাদ্য সরবরাহের জন্য চিড়া, গুড়, পানিসহ মোমবাতি ও দিয়াশলাই মজুদ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি করোনার এই দুর্যোগে আশ্রয়কেন্দ্রগুলোতে পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করার সিদ্ধান্ত হয়।

উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা  চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু’র  সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইউএনও মোছা.খালেদা খাতুন রেখা  সভার সিদ্ধান্তসমূহ যথাযথ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দিক নির্দেশনা দেন। সভায়, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যবিভাগ, ফায়ার সার্ভিস, রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও এনজিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩৯:৩০ ● ৩৬৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ