রাঙ্গাবালীতে আশা’র দুই শ’ প্যাকেট খাদ্যসামগ্রী হস্তান্তর

প্রথম পাতা » পটুয়াখালী » রাঙ্গাবালীতে আশা’র দুই শ’ প্যাকেট খাদ্যসামগ্রী হস্তান্তর
বৃহস্পতিবার ● ১৪ মে ২০২০


রাঙ্গাবালীতে আশা’র দুই শ’ প্যাকেট খাদ্যসামগ্রী হস্তান্তর

রাঙ্গাবালী (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

করোনা ভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে দুস্থ-অসহায় মানুষদের সহায়তার জন্য পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ২০০ প্যাকেট খাদ্যসামগ্রী দিয়েছে বেসরকারি এনজিও সংস্থা আশা। বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমানের কাছে এসব ত্রাণসামগ্রী হস্তান্তর করা হয়।
করোনার কারণে কর্মহীন হয়ে বিপাকে থাকা মানুষদের মাঝে বিতরণের জন্য দেওয়া ওই খাদ্যসামগ্রীর প্রতি প্যাকেটে থাকছে ১০ কেজি চাল, দুই কেজি ডাল, দুই কেজি আলু, এক কেজি লবণ ও এক লিটার সয়াবিন তেল।
হস্তান্তর শেষে আনুষ্ঠানিক এ খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মেদ, এনজিও আশার পটুয়াখালী (গলাচিপা) জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার গিয়াস উদ্দিন, রিজিওনাল ম্যানেজার সিমান্ত কুমার হাওলাদার, ব্রাঞ্চ ম্যানেজার জসিম উদ্দিন মোল্লা ও রাঙ্গাবালী ব্রাঞ্চ ম্যানেজার সুজিত কুমার রক্ষিত প্রমুখ।

কেএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৮:০২:১২ ● ২৭৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ