আমতলীতে অবৈধ স্থাপনার নির্মাণ কাজ বন্ধ

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে অবৈধ স্থাপনার নির্মাণ কাজ বন্ধ
শনিবার ● ৯ মে ২০২০


আমতলীতে অবৈধ স্থাপনার নির্মাণ কাজ বন্ধ

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার আমতলী উপজেলার মানিকঝুড়ি মোহাম্মদপুর দাখিল মাদ্রাসা সংলগ্ন স্থানের সড়ক ও জনপথ বিভাগের জমিতে শনিবার (৯ মে) বিকেলে অবৈধভাবে স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করে দিলেন ইউএনও মনিরা পারভীন।
জানাগেছে, উপজেলার মানিকঝুড়ি মোহাম্মদপুর দাখিল মাদ্রাসা সংলগ্নস্থানে সড়ক ও জনপথ বিভাগের ৭৮ শতাংশ জমি রয়েছে। ওই জমিতে স্থানীয় মোশররফ হোসেন হাওলাদার অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণ করেন। খবর পেয়ে ইউএনও মনিরা পারভীন ইউনিয়ন ভুমি উপ-সহকারী মোঃ কামরুল হাসান ও সার্ভেয়ার মোঃ ইকবাল হোসেনকে পাঠিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেন।
সরকারী জমিতে স্থাপনা নির্মাণকারী মোশাররফ হোসেন হাওলাদার রেকর্ডীয় জমি দাবী করে বলেন, ইউএনও স্যারের নির্দেশে কাজ আপাদত বন্ধ রেখেছি।
আমতলী ইউনিয়ন ভুমি উপ-সহকারী  মোঃ কামরুল হাসান বলেন, ইউএনও স্যারের নির্দেশে সরকারী জমিতে অবৈধভাবে স্থাপনার নির্মাণ কাজ বন্ধ করা হয়েছে।
ইউএনও মনিরা পারভীন বলেন, খবর পেয়ে লোক পাঠিয়ে অবৈধভাবে স্থাপনা নির্মাণ কাজ করে দিয়েছি।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৭:৪৩:১৫ ● ৫২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ