গোপালগঞ্জে করোনা আক্রান্ত ৪৪ জনের ৪১ জন সুস্থ

প্রথম পাতা » ঢাকা » গোপালগঞ্জে করোনা আক্রান্ত ৪৪ জনের ৪১ জন সুস্থ
শুক্রবার ● ৮ মে ২০২০


প্রতীকী ছবি

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥
গোপালগঞ্জে করোনায় আক্রান্ত ৪৪ জনের মধ্যে ৪১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বৃহস্পতিবার সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও বলেন, গত ১২দিনে গোপালগঞ্জে নতুন করে দুই জন করোনা পজেটিভ সনাক্ত হয়। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ায় ৪৪ জন।এরমধ্যে ইতিমধ্যে ৪১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। অপর তিন জনের মধ্যে ১ জন ঢাকায়, ১ জন বাড়িতে ও আরেক জন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এদের অবস্থা ভাল বলেও দাবি করেন সিভিল সার্জন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলার ৫ উপজেলায় মোট ৪৪জনের শরীরে করোনা পজেটিভ সনাক্ত হয়। এরমধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ৯ জন, মুকসুদপুরে এক চিকিৎসক ও ১৭ পুলিশ সদস্যসহ ১৮ জন, টুঙ্গিপাড়ায় ১০ জন, কোটালীপাড়ায় নার্সসহ ২ জন ও কাশিয়ানী উপজেলায় ৫ জনের শরীরে করোনা পজেটিভ সনাক্ত হয়। এপর্যন্ত জেলায় ১ হাজার ১৩০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়।
গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা জানান, করোনা সংক্রামণ রোধে ১৪ এপ্রিল রাত ১০টা থেকে জেলা লকডাউন করা হয়। সামাজিকদূরত্ব নিশ্চিতে উম্মুক্তস্থানে বাজার সরিয়ে নেয়া হয়। এছাড়া করোনা মোকাবেলায় জেলা, উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, পুলিশ ও সেনাবাহিনী সমন্বিতভাবে কাজ করছে। এজন্য অনেকটা সুফল ভাল গেছে। করোনা পরিস্থিতির উন্নতি লক্ষ্য করা যাচ্ছে।

এইচবি/এনইউবি

বাংলাদেশ সময়: ১৪:৩৪:৩১ ● ৩৫০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ