ইন্দুরকানীতে বেতন না পাওয়া বিআরডিবি’র ১০কর্মচারীর মানবেতর জীবন

প্রথম পাতা » পিরোজপুর » ইন্দুরকানীতে বেতন না পাওয়া বিআরডিবি’র ১০কর্মচারীর মানবেতর জীবন
বৃহস্পতিবার ● ৭ মে ২০২০


ইন্দুরকানীতে বেতন না পাওয়া বিআরডিবি’র ১০কর্মচারীর মানবেতর জীবন

ইন্দুরকানী (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

করোনা দূর্যোগেও করুনা হয়নি বিআরডিবি কর্তৃপক্ষের। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) সদাবিক, পল্লীপ্রগতি সহ চলমান প্রকল্প/কর্মসূচীর কর্মচারীদের দীর্ঘদিন বেতন ভাতা বন্ধ থাকায় চরম মানবতার জীবন যাপন করছে কর্মচারীরা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নির্দেশে ১৯৭২ সনে প্রতিষ্ঠিত ও পরিচালিত প্রতিষ্ঠানের কর্মচরীদের স্থায়ী কোন বেতন ভাতার ব্যবস্থা গ্রহন করা হয়নি। স্থানীয় সরকার মন্ত্রনালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং বিআরডিবির বোর্ড সভায় ইউসিসিএ সহ চলমান উন্নয়ন প্রকল্প/কর্মসূচী থেকে রাজস্ব বাজেটে স্থানান্তরের সিদ্ধান্ত ও  রাজস্ব করনের জন্য হাইকোর্ট এর রায় থাকার পরেও তা বাস্তবায়ন হচ্ছে না। বিআরডিবিতে উপজেলা পর্যায়ে ৩য়-৪র্থ শ্রেনীর রাজস্ব বাজেটভূক্ত কর্মচারী না থাকায় ইউসিসিএ কর্মচারীদের অফিসের সকল কাজ করতে হয় এবং ইউসিসিএর পরিদর্শক সহ বিভিন্ন প্রকল্পের মাঠসংগঠকরা মাঠ পর্যায়ের সকল কর্মকান্ড বাস্তবায়ন করে আসছে কিন্তু তাদের নিয়মিত বেতন হয়না। ইন্দুরকানীতে ইউসিসিএ সহ বিভিন্ন প্রকল্প/কর্মসূচীতে বর্তমানে মোট ১০জন কর্মচারী কর্মরত থাকলেও এদের বেতন বন্ধ প্রায় ১৮ থেকে ২৪ মাস।
এ বিষয়ে ইন্দুরকানী বিআরডিবির অফিস সহকারী মোঃ মনিরুল ইসলাম (নাসির) বলেন, সারাদেশে ইউসিসিএ সহ সকল উন্নয়ন প্রকল্প/কর্মসূচীর প্রায় ৮ হাজার কর্মকর্তা/কর্মচারী কর্মরত আছে ঋন কার্যক্রম বন্ধ থকায় করোনা দূর্যোগের মধ্যেও বিআরডিবি তাদের কোন বেতনের ব্যবস্থা করতে পারে নি যা অমানবিক আচরণ। উপজেলায় চাকুরি করার কারনে করোনা দূর্যোগে ত্রাণ থেকেও বঞ্চিত তারা। সদাবিক প্রকল্পের মাঠসহকারী লাইসা সুলতানা জানান, আমরা ২০১৯সালের সেম্পম্বরে ১ তারিখ থেকে টানা ৬মাস বিআরডিবি সদর দপ্তর ও জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন সহ অবস্থান কর্মসূচী, মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করি। এসকল কর্মসূচীতে তৎকালীন বিআরডিবির মহাপরিচালক গিয়াস উদ্দিন আহমেদ এসে মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ২৬সে মার্চ ২০২০ তারিখের মধ্যে বেতন ভাতার স্থায়ী সমাধানের কথা বলে আন্দোলন স্থগিত করান কিন্তু এখনও কোন সমাধান হয়নি ফলে আমরা দীর্ঘদিন বেতন না পেয়ে চরম আর্থিক সংকটে আছি। এবিষয়ে ইন্দুরকানী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম বলেন, এই সকল কর্মচারীদের ঋনের সেবামূল্য থেকে বেতন হয় কিন্তু করোনা দূর্যোগে ঋন আদায় বিতরন বন্ধ থাকায় বর্তমানে বেতন ভাতা পুরোপুরি বন্ধ আছে সংকট নিরসনে আমরা উদ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি ।

এসকে/এমআর

বাংলাদেশ সময়: ১৪:৩২:৩৭ ● ৬৫৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ