ফুলবাড়ী পৌরসভায় ক্ষুদ্র ব্যবসায়ীদের তালিকা শুরু

প্রথম পাতা » রংপুর » ফুলবাড়ী পৌরসভায় ক্ষুদ্র ব্যবসায়ীদের তালিকা শুরু
সোমবার ● ২৭ এপ্রিল ২০২০


ফুলবাড়ী পৌরসভায় ক্ষুদ্র ব্যবসায়ীদের তালিকা শুরু

ফুলবাড়ী (দিনাজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

সরকারের নির্দেশনা মোতাবেক দিনাজপুর ফুলবাড়ী পৌরসভা এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীদের তালিকা করা শুরু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) থেকে চলবে ২৯ এপ্রিল পর্যন্ত। এই তালিকায় সংযুক্ত হতে সকাল থেকেই পৌরসভায় ট্রেড লাইসেন্স ও ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে লাইন ধরতে দেখা গেছে ক্ষুদ্র ব্যবসায়ীদের। যারা নতুন ব্যবসায়ী এখনো ট্রেড লাইসেন্স করেন নাই তারা নতুন ট্রেড লাইসেন্স করার জন্য আসছেন আবার যাদের ড্রেট লাইসেন্স নবায়ন নাই তারাও এখানে নবায়ন করার চেষ্টা করছে। কিন্তু সরকারের সাধারণ ছুটি থাকায় অফিসে কর্মকর্তাদের উপস্থিতি কম হওয়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদেরকে।

ফুলবাড়ী পৌরসভার মেয়র মুরতুজা সরকার মানিক বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক আমারা ক্ষুদ্র ব্যবসায়ীদের তালিকা করছি। যাদের ট্রেড লাইসেন্স নাই তারা সহ যেকোন ক্ষুদ্র ব্যবসায়ী এই তালিকায় অন্তভুক্ত হতে পারবে। ক্ষুদ্র ব্যবসায়ীদের এই তালিকা ভুক্ত হবার পর কি ধরনের সুবিধা পাবে তা আমার জানা নেই।

এএইচসি/এমআর

বাংলাদেশ সময়: ১৫:১১:১৮ ● ৪০৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ