বাউফলে দুই সহস্রাধিক জেলেদের মাঝে চাল বিতরণ

প্রথম পাতা » পটুয়াখালী » বাউফলে দুই সহস্রাধিক জেলেদের মাঝে চাল বিতরণ
শনিবার ● ২৫ এপ্রিল ২০২০


---

বাউফল (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥
বাউফলের কালাইয়া ও কেশবপুর ইউনিয়নে দুই হাজারের বেশি জেলে পরিবারের মাঝে ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসের মৎস্য ভিজিএফ কর্মসূচীর চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার ও আজ শনিবার এই চাল বিতরণ করা হয়। চাল বিতরণের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা খাদ্য কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ইউনিয়ন ট্যাগ অফিসারগণ উপস্থিত ছিলেন।
কেশবপুর ইউনিয়নের চেয়ারম্যান এ্যাডভোকেট মহিউদ্দিন লাভু জানান, শুক্রবার ও আজ শনিবার তাদের ইউনিয়নে এক হাজার তিনশত বিশ জন জেলেদের মাঝে দুই মাসের ৮০ কেজি হারে ১০৫.৬০০ মে.টন চাল বিতরণ করা হয়েছে। কেশবপুর ইউনিয়নে চাল বিতরণের সময় বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা অহিদুজ্জামান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন, ট্যাগ অফিসার উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো.দুলাল প্রামাণিক উপস্থিত ছিলেন। অপরদিকে কালাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম ফয়সাল আহমেদ মনির হোসেন মোল্লা জানান, আজ শনিবার কালাইয়া ইউনিয়নে ৭৪২ জন জেলেদের মাঝে এপ্রিল মাসের ৪০ কেজি হারে ২৯.৬৮০ মে.টন চাল বিতরণ করা হয়েছে। চাল বিতরণের সময় ট্যাগ অফিসার উপজেলা পল্লী ব্যাংক ব্যবস্থাপক মো. আরিফুল ইসলামসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উভয় স্থানেই শারীরিক দুরত্ব বজায় রাখতে চৌকিদার ও দফাদারদের হিমসিম খেতে হয়েছে। এই দুটি ইউনিয়নে মোট ২ হাজার ৬২ জন জেলেদের মাঝে ওই চাল বিতরণ করা হয়েছে।

এপি/এনবি

বাংলাদেশ সময়: ১৫:৩২:৫৯ ● ৬১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ