আমতলীতে ইটভাটা শ্রমিক করোনাভাইরাসে আক্রান্ত

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে ইটভাটা শ্রমিক করোনাভাইরাসে আক্রান্ত
মঙ্গলবার ● ২১ এপ্রিল ২০২০


আমতলীতে ইটভাটা শ্রমিকের করোনা, বাড়ী লকডাউন

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের ইটভাটার এক শ্রমিক প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত  হয়েছেন। তিনি আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) করোনাভাইরাসে আক্রান্তের খবর এলাকায় ছড়িয়ে পড়ে। এতে এলাকায় মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে মঙ্গলবার বিকেলে ইউএনও মনিরা পারভীন তার বাড়ী লকডাউন করে দিয়েছেন।

জানাগেছে, উপজেলার কুকুয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের এক ইটভাটার শ্রমিক গত ১৬ এপ্রিল ডায়েরিয়া নিয়ে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। শনিবার হাসপাতাল কর্তৃপক্ষ তার নমুনা সংগ্রহ করে ঢাকা রোগতত্ত্ব  রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইসিডিআর) পাঠিয়ে দেয়। মঙ্গলবার বিকেলে ৩ টার দিকে তার নমুনা প্রতিবেদন আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। ওই প্রতিবেদনে উল্লেখ আছে, তিনি প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ খবর এলাকায় পৌছলে মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে তিনি আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে ইউএনও  মনিরা পারভীন তার বাড়ী লকডাউন করে দিয়েছেন। এ নিয়ে আমতলী উপজেলার করোনা ভাইরাসে তিনজন আক্রান্ত হয়েছে। এর মধ্যে গত ৯ এপ্রিল আওয়ামীলীগ নেতা জিএম দেলওয়ার হোসেন মৃত্যুরবরন করেন। আওয়ামীলীগ নেতার মৃত্যুর পর থেকে আমতলী উপজেলা লকডাউন ঘোষনা করা হয়েছে। বর্তমানে আমতলী উপজেলা লকডাউন অবস্থায় আছে।

তার স্ত্রী বলেন, গত বৃহস্পতিবার ডায়েরিয়ার উপসর্গ নিয়ে তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি। বর্তমান তিনি এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এখন শুনছি তিনি করোনা ভাইরাসে আক্রান্ত।

আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী বলেন, করোনা আক্রান্ত ওই রোগীকে হাসপাতালের আইসোলেশনে রেখেই যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, ওই রোগীর বাড়ী লকডাউন করা হয়েছে। তাকে হাসপাতালে চিকিৎসাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

এমএইচকে/এমআর

 

 

 

বাংলাদেশ সময়: ১৭:০০:০৯ ● ৩৭৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ