বাউফলে ইমাম ও পুরোহিতদের মাঝে ত্রাণ বিতরণ

প্রথম পাতা » পটুয়াখালী » বাউফলে ইমাম ও পুরোহিতদের মাঝে ত্রাণ বিতরণ
সোমবার ● ২০ এপ্রিল ২০২০


বাউফলে ইমাম ও পুরোহিতদের মাঝে ত্রাণ বিতরণ

বাউফল (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

বাউফলের কেশবপুর ইউনিয়নের ইমাম. মোয়াজ্জিন, কওমী মাদ্রাসার শিক্ষক ও পুরোহীতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। রোববার ও সোমবার (২০ এপ্রিল) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রতিষ্ঠান ভিত্তিক ওই ত্রাণ পৌঁছে দেন।
কেশবপুর ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট মহিউদ্দীন লাবু জানান, করোনার প্রভাবে বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জিন,হাফিজি, কওমী ও হেফজ খানার শিক্ষক এবং মন্দিরের পুরোহিতগণ নানা সংকটে রয়েছেন। এজন্য তাদেরকে এই মূহূর্তে অন্ত:ত খাদ্য সহায়তা দেয়া আমাদের মানবিক দায়িত্ব। আমাদের বাউফলের অভিভাবক সাবেক চীফ হুইপ আ.স.ম. ফিরোজ এমপির পরিকল্পণা ও নির্দেশনায় এবং তারই পৃষ্ঠপোষকতায় কেশবপুর ইউনিয়নের ৩৮টি মসজিদের ইমাম ও মোয়াজ্জিন, হাফিজি, কওমী ও হেফজ খানার ৫৬ জন শিক্ষক এবং ১৬টি মন্দিরের পুরোহীতদের বাড়িতে ত্রাণ পৌঁছে দেয়া হচ্ছে। একই সাথে প্রতিটি মসজিদ ও মন্দিরে ২ লিটার করে জীবাণুনাশকও দেয়া হয়েছে। এসময় করোনা ভাইরাস প্রতিরোধে প্রত্যেককে ঘরে থাকা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩১ দফা নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।

এপি/এমআর

বাংলাদেশ সময়: ১৬:২৬:২০ ● ৫৭৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ