ছাত্রলীগের খাদ্য সহায়তা প্রদান কলাপাড়ায় রোগীদের হ্যান্ডস্যানিটাইজার সাবান মাস্ক বিতরণ

প্রথম পাতা » পটুয়াখালী » ছাত্রলীগের খাদ্য সহায়তা প্রদান কলাপাড়ায় রোগীদের হ্যান্ডস্যানিটাইজার সাবান মাস্ক বিতরণ
সোমবার ● ১৩ এপ্রিল ২০২০


কলাপাড়ায় হাসপাতালে রোগীদের হ্যান্ডস্যানিটাইজার বিতরণ

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

পটুয়াখালীর কলাপাড়ায় রোগীদের হ্যান্ড স্যানিটাইজার, সাবান, মাস্ক ও হ্যান্ডগ্লোভস বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তিকৃত ও আউটডোরের রোগীদের এসব সরঞ্জাম দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার, উপজেলা সমাজসেবা অফিসার জনাব মো.মিজানুর রহমান। সমাজসেবা অফিস সূত্রে জানা গেছে, উপজেলা রোগী কল্যাণ সমিতির অর্থায়নে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আওতায় ৮০ জন দুস্থ ও অসহায় রোগীকে এসব সহায়তা দেয়া হয়েছে। অপরদিকে করোনার প্রভাবে কর্মহীন থাকা মানুষের বাড়ি বাড়ি খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন কলেজ শাখা ছাত্রলীগ নেতাকর্মীরা। কলাপাড়া সরকারি মোজাহারউদ্দিন বিশ্বাস কলেজ শাখার ছাত্রলীগ কর্মীরা পাঁচ দিন ধরে নিজেস্ব অর্থায়নে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, সাবানসহ খাদ্য সামগ্রি বিতরণ করেছেন। পৌর শহর ও উপজেলার টিয়াখালী ইউনিয়নের প্রায় দুই শ’ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্যসামগ্রী তুলে দেন। কলাপাড়া এমবি কলেজ ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক হাসানুজ্জামান অমি গাজী বলেন, কর্মহীন পরিবারকে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন। এদিকে সোমবার বেলা ১১টায় তিন শতাধিক দরিদ্র মানুষকে খাদ্য সহায়তা দিয়েছেন কলাপাড়ার জাতীয় পার্টি (এ) সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো.আমজাদ হোসেন হাওলাদার। উপজেলার ফিসারী সড়ক সংলগ্ন এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে এ ত্রান বিতরণ করা হয়। ত্রান সামগ্রীর মধ্যে ছিল চাল,ডাল,তেল,লবন ও সাবান । এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক উপস্থিত ছিলেন।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ১৫:০৯:১১ ● ৩০৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ