থানা থেকে ২শ’ গজ দূরত্বে মহিপুরে সাপ্তাহিক হাটে মানা হয়নি সামাজিক দূরত্ব

প্রথম পাতা » লিড নিউজ » থানা থেকে ২শ’ গজ দূরত্বে মহিপুরে সাপ্তাহিক হাটে মানা হয়নি সামাজিক দূরত্ব
বৃহস্পতিবার ● ৯ এপ্রিল ২০২০


---

মহিপুর সাগরকন্যা প্রতিনিধি॥
মহিপুর থানা থেকে ২ শ’ গজের দূরত্বে অবস্থান মহিপুর সাপ্তহিক বাজারের। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত ছিল জমজমাট বিকিকিনি। আগের মতোই দলবেঁধে বাজারে যাচ্ছেন, বিয়ে বাড়িতে যাচ্ছেন, গ্রামের চৌরাস্তায় আড্ডা দিচ্ছেন। কাজ করছেন রাজমিস্ত্রি ও দিন মজুররা। সামাজিক দূরত্ব ছাড়াই ক্রেতা বিক্রেতাদের হৈহুল্লোর আর পদচারনায় মুখর থাকতে দেখা গেছে। মহিপুর বাজারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা এসে পসরা সাজিয়ে বেচাকেনা করেছেন বৃহস্পতিবার দিনভর। তিন ইউনিয়নের বিভিন্ন দোকান বাজারে ক্রেতাও ভীড় করেছেন আগের মতোই। সারাদেশ ব্যাপী অঘোষিত লকডাঊন চললেও তা কোন ক্রমেই মানছে না এখানকার মানুষজন। করোনা ভাইরাস সংক্রামণ ঠেকাতে প্রশাসনসহ আইন প্রয়োগকারী সংস্থা সচেতনাতামূলক প্রচারণায় মাইকিং করলেও সাপ্তাহিক এ হাট ও বাজারগুলোতে ভীড় লেগেইে ছিল। পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা মাঠে না থাকলেই মুহূর্তে লোকজন আগের মতোই অবস্থান নিতে শুরু করে। তিন ফুট দূরত্ব বজায় ও করোনা ভাইরাস প্রতিরোধে জনসমাগম রোধ, জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়া ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে বারবার বলা হলেও স্বেচ্ছায় মানার লক্ষণ নেই স্থানীয় মানুষের মধ্যে।
মহিপুর বাজারের বাসিন্দা সিদ্দিক মোল্লা বলেন, নিয়ম ভেঙে মহিপুর কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে জনসাধারণের নির্বিঘেœ চলাফেরা অনেকটা আগের মতই রয়েছে। অনেকের মুখে মাস্ক থাকলেও একে অপরের গা ঘেঁষে দাঁড়িয়ে বাজার করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো দরকার বলেও তিনি মনে করেন। পরে এসব বিষয়ে নিয়ে কথা হয় মহিপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামানের সাথে। তিনি বলেন, নিরাপত্তার প্রয়োজনে প্রশাসনের আদেশ-নির্দেশ মানা সুনাগরিকের কাজ। করোনভাইরাস থেকে রক্ষায় সামাজিক দূরত্ব বজায় রাখার দায়িত্ব প্রতিটি নাগরিকের।

বাংলাদেশ সময়: ১৮:৪৩:০৯ ● ৫৭০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ