মহিপুরে ১৩ শ’ হতদরিদ্র পরিবারের মাঝে ব্যক্তি উদ্যোগে খাদ্য সহায়তা

প্রথম পাতা » সর্বশেষ » মহিপুরে ১৩ শ’ হতদরিদ্র পরিবারের মাঝে ব্যক্তি উদ্যোগে খাদ্য সহায়তা
বুধবার ● ৮ এপ্রিল ২০২০


---

মহিপুর সাগরকন্যা প্রতিনিধি॥

মহিপুর মৎস্য আড়ৎদার মলিক সমিতির সভাপতি সমাজ সেবক মোঃ ফজলু গাজী ১৩ শ’ কর্মহীন অসহায় পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলে এই কার্যক্রম। এসময় প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১০০০ এমএল সয়াবিন তেল, ১ কেজি লবন ও একটি সাবান বিতরণ করা হয়েছে। এসময় তার সাথে ছিলেন মহিপুরের বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী মোঃ জলিল হাং, ব্যবসায়ী ও হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নে প্রতিষ্ঠাতা  সভাপতি মোঃ রাজু আহমেদ রাজা, ব্যবসায়ী মোঃ মিজান প্যাদা প্রমুখ।
মোঃ ফজলু গাজী বলেন, করোনা নামক অদৃশ্য মরনঘাতী ভাইরাস আঘাত হানায় এলাকায় কর্মহীন হয়ে পড়েছে অসংখ্য শ্রমজীবী মানুষ। এ অবস্থায় যাদের সামর্থ্য রয়েছে তাদের সবারই উচিৎ এসব অসহায় মানুষেল পাশে এসে দাঁড়ানো। একই সাথে তিনি সারকারের নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে সবাইকে চলাচলেরও অনুরোধ জানান।

এমএমআই/এনবি

বাংলাদেশ সময়: ২০:৫৯:৫৮ ● ৩৩৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ