রাঙ্গাবালীতে সেনাবাহিনীর জনসচেতনতামূলক প্রচারণা

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » রাঙ্গাবালীতে সেনাবাহিনীর জনসচেতনতামূলক প্রচারণা
শনিবার ● ৪ এপ্রিল ২০২০


রাঙ্গাবালীতে সেনাবাহিনীর জনসচেতনতামূলক প্রচারণা

রাঙ্গাবালী (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষায় জনসচেতনতা বাড়াতে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় প্রচারণা কার্যক্রম পরিচালনা করেছে সেনাবাহিনী। শনিবার (৪ এপ্রিল) উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে এ প্রচারণা চালানো হয়।
বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের ৪২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মেজর আতাউর রহমানের নেতৃত্বে ওইদিন সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কোড়ালিয়া, মোল্লার বাজার, খালগোড়া বাজার, পুলঘাট বাজার, নেতা বাজার ও বাহেরচর বাজারে সেনাবাহিনীর টহল এবং জনসচেতনতামূলক মাইকিং করা হয়। এসময় অপ্রয়োজনে ঘর থেকে বের হতে নিষেধ ও করোনা থেকে সুরক্ষায় নানা পরামর্শ দেওয়া হয়। মেজর আতাউর রহমান বলেন, করোনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে  আমরা কাজ করছি।
সেনাবাহিনীর এ প্রচারণা কার্যক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান ও রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মেদ উপস্থিত ছিলেন।

কেএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২২:১১:৪৭ ● ২৪০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ