কাউখালীতে করোনা প্রতিরোধে সেনা টহল

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে করোনা প্রতিরোধে সেনা টহল
শনিবার ● ৪ এপ্রিল ২০২০


কাউখালীতে করোনা প্রতিরোধে সেনা টহল

কাউখালী (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালীতে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সেনা টহল চলছে। সংকট মোকাবেলায় বেসামরিক প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করছেন তারা। সামাজিক দূরত্ব ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চালাচ্ছেন প্রচার-প্রচারণা। হ্যান্ড মাইকে জানাচ্ছেন, অহেতুক ঘোরাফেরা না করে ঘরে থাকতে। চায়ের দোকানে আড্ডা না দিতে ও পরিস্কার-পরিচ্ছন্ন থাকতে। সেনা সদস্যদের বিভিন্ন ইউনিট পালা করে সচেতনতামূলক এই কার্যক্রম অব্যাহত রাখছে।
শনিবার (৪ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মোছা. খালেদা খাতুন রেখার উপস্থিতিতে এতে সেনাবাহিনীর একটি দল টহল দেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা,খালেদা খাতুন রেখা বলেন, মানুষকে ঘরে রাখা নিশ্চিত করতে কঠোর অবস্থানে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। ওষুধ ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪৯:১৩ ● ৩২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ