তজুমদ্দিনে কর্মহীনদের মাঝে প্রাক্তন শিক্ষার্থীদের ত্রাণ বিতরণ

প্রথম পাতা » ভোলা » তজুমদ্দিনে কর্মহীনদের মাঝে প্রাক্তন শিক্ষার্থীদের ত্রাণ বিতরণ
বৃহস্পতিবার ● ২ এপ্রিল ২০২০


তজুমদ্দিনে খাদ্য সামগ্রী বিতরণ করছেন উপজেলা নির্বাহি কর্মকর্তা আশ্রাফুল ইসলাম।

তজুমদ্দিন সাগরকন্যা প্রতিনিধি ॥
করোনা ভাইরাসের ফলে ভোলার তজুমদ্দিনে কর্মহীন ২৭০পরিবারের মাঝে স্কুল ও মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীরা খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বর ও চাঁদপুর সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহি কর্মকর্তা আশ্রাফুল ইসলাম উপস্থিত হয়ে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। চাঁদপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী ও চাঁদপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীরা নিজ উদ্যোগে কর্মহীন মানুষদের জন্য এ ত্রাণের ব্যবস্থা করেন।
প্রাক্তন ছাত্র মিরাজ চৌধুরী ও তুহিন তালুকদার জানান, প্রতি প্যাকেটে ১০ কেজি চাল, ২লিটার তেল, ২কেজি ডাল, ২কেজি আলু, ২ কেজি পিয়াজ ও ১টি করে সাবান দেয়া হয়েছে। এ সময় আরো উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ এস এম জিয়াউল হক, তজুমদ্দিন প্রেসক্লাবের সভাপতি রফিক সাদী, সম্পাদক হেলাল উদ্দিন লিটন, প্রাক্তন ছাত্র মোঃ নুরনবী মাষ্টার, উপজেলা পরিসংখ্যান অফিস সহকারী মোঃ হোসেন, মহিবুল্যাহ ফিরোজ,  গিয়াস উদ্দিন মমিন প্রমুখ। উপজেলা নির্বাহি কর্মকর্তা আশ্রাফুল ইসলাম বলেন, এই দুর্যোগে ব্যক্তি উদ্যোগে বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন। যে যেখানে আছে সেখান থেকে সচেতনতা ও সহায়তা প্রদান করলে দুর্যোগ মোকাবেলা সহজ হবে। এছাড়া বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহি কর্মকর্তার নির্দেশে তজুমদ্দিন ফায়ার সার্ভিস কর্মিরা উপজেলা সদরে জীবাণুনাশক স্প্রে করেন।

আরএস/এনবি

বাংলাদেশ সময়: ১৭:৫৮:৪৩ ● ৩০৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ