কলাপাড়ায় গুজবে বাধ্য হয়ে অসুস্থ চাকরিজীবী বাড়ি ছেড়ে ঢাকায়

প্রথম পাতা » সর্বশেষ » কলাপাড়ায় গুজবে বাধ্য হয়ে অসুস্থ চাকরিজীবী বাড়ি ছেড়ে ঢাকায়
সোমবার ● ৩০ মার্চ ২০২০


প্রতীকী ছবি

কলাপাড়া সাগরকন্যা অফিস॥
শারীরিক সামান্য অসুস্থতা নিয়ে ঢাকা থেকে ফিরেছিলেন চাকরিজীবী রুহুল মৃধা। বাড়িতে ফেরার পরেই গুজব ছড়িয়ে দেয়া হয়, রুহুল মৃধা করোনায় আক্রান্ত হয়েছেন। আর কি! এক কান, দুই কান থেকে পড়শি। বাদ য়ায়নি গ্রামসহ কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের গোটা এলাকা। বাধ্য হয়ে পরিবারের লোকজন বাড়িতে থাকতে নিবৃত্ত করলেন রত্তন মৃধাকে। বরিশালে চিকিৎসা নিয়ে ফেরার পরামর্শ দিলেন। রবিবার রাতের এ গুজবে সয়লাব হয়ে যায় গোটা এলাকা। পরিবারের দাবি, এভাবে তাঁদের গোটা পরিবারকে হয়রাণি করতে একটি মহল অপপ্রচার চালায়। কলাপাড়া স্বাস্থ্য বিভাগ, পুলিশ প্রশাসন সবাই জানালেন, এখন পর্যন্ত যতদূর খোঁজ মিলেছে- তাতে এ ধরনের কোন সত্যতা মেলেনি। উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডাঃ চিন্ময় হাওলাদার জানান, বিষয়টি শোনার পরে মাঠ পর্যায়ে খবর নিয়েছেন। কোন ধরনের সত্যতা এখন পর্যন্ত মেলেনি। তবে ওই ব্যক্তি ঢাকা থেকে বাড়িতে ফিরে একটু অসুস্থবোধ হওয়ায় সামাজিক উপদ্রবে ঢাকায় ফিরে গেছেন বলে শুনেছি। এ স্বাস্থ্য কর্মকর্তা সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে কাউকে গুজব কিংবা আতঙ্ক না ছড়াতে সকলের প্রতি অনুরোধ করেছেন।

এমইউএম/এনইউবি

বাংলাদেশ সময়: ১৫:১২:৪৪ ● ৪৫৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ