কাউখালীতে অসহায়দের বাড়ি বাড়ি খাবার দিচ্ছেন ইউপি চেয়ারম্যান

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে অসহায়দের বাড়ি বাড়ি খাবার দিচ্ছেন ইউপি চেয়ারম্যান
রবিবার ● ২৯ মার্চ ২০২০


কাউখালীতে অসহায়দের বাড়ি বাড়ি খাবার দিচ্ছেন ইউপি চেয়ারম্যান

কাউখালী (পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালীতে করোনাজনিত পরিস্থিতিতে বাড়ি বাড়ি ঘুরে অসহায় কর্মহীন শ্রমজীবী প্রত্যেক পরিবারকে সরকারি অনুদানে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১লিটার সয়াবিন তেল ও লবন পৌঁছে দিয়েছেন  কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন।
শনিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ইউনিয়নের বাশুরি, জয়কুল,গান্ডতা,লাঙ্গুলী, উজিয়ালখান গ্রামের ২৫৪জন শ্রমজীবী পরিবারের মধ্যে তিনি নিজে পৌঁছে দেন এসব সামগ্রী। এ সময় তিনি করোনা সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট ও মাস্ক বিতরণ করেন।
ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং এলাকার সংসদ সদস্য  আনোয়ার হোসেন মঞ্জু  করোনাজনিত ভীতিকর এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। তাদের নির্দেশে আমি নিজ উদ্যোগে কর্মহীন শ্রমজীবী পরিবারগুলোর মধ্যে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। পর্যায়ক্রমে ইউনিয়নের অসহায় সকল পরিবারকে সহায়তার আওতায় আনা হবে।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১২:০৪:০৬ ● ৪৫২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ