বানারীপাড়ায় ইদুর মারার ফাঁদে কৃষকের মৃত্যু

প্রথম পাতা » বরিশাল » বানারীপাড়ায় ইদুর মারার ফাঁদে কৃষকের মৃত্যু
রবিবার ● ২৯ মার্চ ২০২০


প্রতীকী ছবি

বানারীপাড়া (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥
বানারীপাড়ায় বোরো খেতে বিদ্যুৎ লাইনে গুনা দিয়ে ইদুর মারার পাতা ফাঁদে জড়িয়ে সরোয়ার মৃধা নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে রোববার বিকেলে উপজেলার পূর্ব-সৈয়দকাঠী গ্রামের মৃধা বড়ি সংলগ্ন জাকির হোসেন মৃধার জমি থেকে সরোয়ার মৃধার লাশ উদ্ধার করে আজছেন।
এ ব্যাপরে স্থানীয় ও পারিবারীক সূত্রে জানা গেছে, রোববার দুপুরে উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের পূর্ব-সৈয়দকাঠী গ্রামের কৃষক মো.সরোয়ার মৃধা (৫৫) পাশর্^বর্তী জমিতে গরুর গাস কাটতে যান। দীর্ঘ সময় ধরে সে বাড়িতে না ফেরার কারনে তার পরিবার ওই দিন বিকেলে বাড়ির পাশর্^বর্তী জমিতে খুজতে যান। এ সময় তারা একই বাড়ির চাচাতো ভাই জাকির হোসেন মৃধার জমির হাইলে গাস কাটার সময় বিদ্যুৎ লাইনের সাথে গুনা দিয়ে ইদুর মারার ফাঁদে জড়িয়ে জমির হাইলে পড়ে থাকতে দেখেন। পরে তারা এ বিষয়টি থানা পুলিশকে জানান। খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ ওসি শিশির কুমার পালসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে সরোয়ারের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেণ। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ শিশির কুমার পাল যুগান্তরকে বলেন, সরোয়ারের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে ময়না তদন্তের জন্য সরোয়ারের লাশ বরিশাল সেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হবে। এছাড়া ওই ঘটনায় তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৫:০৮:২৬ ● ৩২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ