আমতলীতে নারিকেল গাছের পাতা কাটতে গিয়ে সংর্ঘষঃ আহত-৮

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে নারিকেল গাছের পাতা কাটতে গিয়ে সংর্ঘষঃ আহত-৮
শুক্রবার ● ২৭ মার্চ ২০২০


গুরুতর আহত মেহেদী হাসান

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥
বরগুনার আমতলী উপজেলা চাওড়া ইউনিয়নের বৈঠাকাটা গ্রামের নারিকেল গাছের পাতা কর্তনকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। গুরুতর আহত পাঁচজনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে শুক্রবার সকালে।
জানা গেছে, উপজেলার চাওড়া ইউনিয়নের বৈঠাকাটা গ্রামের আবুল বাশার ও তার প্রতিবেশী জয়নাল আবেদীনের সাথে একটি নারিকেল গাছের পাতা কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এক পর্যায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দু’পক্ষের ৮ জন আহত হয়। গুরুতর আহত মেহেদী হাসান (২২), মহিউদ্দিন (১০), মাহামুদ (১৯) চম্পা বেগম (৩৬) ও মিরাজ গাজীকে (২২) আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহত জয়নুল আবেদীন, হালেমা বেগম ও আবুল বাশারকে স্থানীয়ভাবে চিকিৎসা  দেয়া হয়।
আহত মেহেদী হাসান বলেন, আমার বাবার জমির নারিকেল গাছের পাতা কেটে নিয়ে যাচ্ছিল প্রতিবেশী আবুল বাশার। এতে বাঁধা দিলে আমার মা, বাবা ও তিন ভাইকে মারধর করেছে।
আহত মিরাজ গাজী মারধরের কথা অস্বীকার করে বলেন, আমার বাবার দলিল সূত্রে জমির নারিকেল গাছের পাতা কাটার জন্য গেলে আমাকে ও আমার মাকে বেধড়ক মারধর করেছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর আবাসিক মেডিকেল অফিসার মোঃ ইমদাদুল হক চেীধুরী বলেন, আহতদের যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে।
বরগুনা সহকারী পুলিশ সুপার (আমতলী সার্কেল) সৈয়দ রবিউল ইসলাম বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এইচএকে/এনইউবি

বাংলাদেশ সময়: ১৫:১৩:২৭ ● ৩৭০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ