দীর্ঘ লাইনে টিসিবির পণ্য ক্রয় কলাপাড়ায় করোনা প্রতিরোধ ভেস্তে যাচ্ছে!

প্রথম পাতা » লিড নিউজ » দীর্ঘ লাইনে টিসিবির পণ্য ক্রয় কলাপাড়ায় করোনা প্রতিরোধ ভেস্তে যাচ্ছে!
বুধবার ● ২৫ মার্চ ২০২০


---

কলাপাড়া সাগরকন্যা অফিস॥
করোনার বিস্তার রোধে কলাপাড়ার উপজেলা সদর, কুয়াকাটা, মহিপুর, আলীপুর, বানাতিবাজার, বাবলাতলা, চাপলীবাজার, পাখিমারা বাজারসহ ২০টি এর অধিক হাঁটবাজার সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়েছে। এমনকি নিত্য প্রয়োজনীয় এলপি গ্যাস, মোবাইল ফ্লেক্সি লোডের দোকান পর্যন্ত বন্ধ রয়েছে। আর সেখানে দীর্ঘ লাইন দিয়ে একজনের সঙ্গে আরেকজন মিশে, গাদাগাদি করে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে কেনা হচ্ছে টিসিবির পণ্য। নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে নেই প্রশাসনিক কোন পদক্ষেপ!
কলাপাড়া পৌরশহরের দু’টি টিসিবির ডিলারের দোকানের সামনে এমন দৃশ্য বুধবার সকাল থেকে দেখা গেছে। এ ছাড়া কুয়াকাটাগামী মহাসড়কে বেশ কিছু গণপরিবহন চলাচল করতে দেখা গেছে। দু’একটি যাত্রীবাহী বাস ছাড়া অটোবাইক মাহেন্দ্র চলাচল করতে দেখা গেছে। তবে হাসপাতালের আউটডোরে নেই রোগীর ভিড়। যেখানে গড়ে প্রতিদিন ১৫০-২০০ রোগী আউটডোরে চিকিৎসা নিতেন সেখানে বৃহস্পতিবার আউটডোরে রোগীর সংখ্যা ছিল ৫০-৫৫ জন।

এমইউএম/এনবি

বাংলাদেশ সময়: ১৬:০০:৪৩ ● ৩৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ