কাউখালীতে ছাত্রীকে উত্যক্তের দায়ে যুবকের কারাদন্ড

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে ছাত্রীকে উত্যক্তের দায়ে যুবকের কারাদন্ড
সোমবার ● ৯ মার্চ ২০২০


কাউখালীতে ছাত্রীকে উত্যক্তের দায়ে যুবকের কারাদন্ড

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালী উপজেলার নিলতী গ্রামে এক স্কুল ছাত্রীকে উত্যক্ত করার দায়ে রাসেল হাওলাদার(১৯) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার রাতে নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা.খালেদা খাতুন রেখা এ রায় দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ঘটনার পরপরই অভিযুক্ত যুবক রাসেলকে জিজ্ঞাসাবাদ, ঘটনার ভুক্তভোগী ও সাক্ষীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলাপ করা হয়েছে। ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশের দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারা অনুযায়ী তাকে এই শাস্তি দেওয়া হয়েছে।
সাজাপ্রাপ্ত মো.রাসেল হাওলাদার(১৯)উপজেলার কেশরতা গ্রামের আলমগীর হোসেনের ছেলে। জানাগেছে,উপজেলার দক্ষিন নিলতী গ্রামের বেল্লাল হোসেনের ৭ম শ্রেনীতে পড়–য়া মেয়ে পাশ^বর্তী কেশরতা গ্রামের বখাটে  মো.রাসেল হাওলাদার প্রায়ই উত্যক্ত করে আসছিল। রবিবার(৮মার্চ) রাসেল ওই স্কুল ছাত্রীর বাড়িতে দেখা করতে গেলে মেয়ের বাবা বেল্লাল হোসেন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করে জরুরি পুলিশী সহায়তা চাইলে তাকে কাউখালী থানার ডিউটি অফিসারের সাথে কথা বলিয়ে দেয়া হয়।
এসময় কাউখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম ফোর্সসহ ঘটনাস্থলে যেয়ে অভিযুক্ত উত্যক্তকারীকে আটক করেন।
পরে অভিযুক্ত রাসেল কে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত তাকে ছয় মাসের কারাদন্ড দিয়েছেন।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৭:১২:৩৩ ● ৩০৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ