চরফ্যাশনে ১ লাখ মিটার কারেন্ট জাল ৫০ মন জাটকা জব্দ

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে ১ লাখ মিটার কারেন্ট জাল ৫০ মন জাটকা জব্দ
বুধবার ● ৪ মার্চ ২০২০


চরফ্যাশনে ১ লাখ মিটার কারেন্ট জাল ৫০ মন  জাটকা জব্দ

চরফ্যাশন (ভোলা)সাগরকন্যা প্রতিনিধি॥

জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসানের নিদেশে বাংলাদেশ কোষ্টগার্ড চরমানিকা ষ্টেশন  কন্টিনজেন্ট কমান্ডার মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে কোষ্টগার্ড বাহিনী (৩ মার্চ ) মঙ্গলবার রাতে তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে একটি কেরিন ট্রলার ও ৩৫ মন জাটকা ইলিশসহ ১ লাখ মিটার কারেন্ট জাল আটক করা হয়। বুধবার (৪ মার্চ ) সকালে ভ্রাম্যমান আদালতের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  ইউছুফ হাসানের উপস্থিতে আটককৃত জাটকা গুলো চর কচ্ছপিয়া কোষ্ট গার্ডের  অফিসের সমনে ৩৫ মন জাটকা মাছ ১৭ টি এতিম খানা, মাদ্রাসা ও গরিব দুস্থ পরিবারদের মধ্যে বিতরণ করেন ও ১লাখ মিটার কারেন্ট জাল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এই সময়  উপজেলা সহকারী মৎস্য  কর্মকর্তা আলী আহম্মদ উপস্থিত ছিলেন । আটক করা  ট্রলারটি ৮ জন নিলাম কারী নিলামে অংশগ্রহণ করেন, এর মধ্যে ১জন নিলামে বিশ হাজার টাকা ট্রলারটি ক্রয় করেছেন বলে বাংলাদেশ কোষ্টগার্ড চর মানিকা ষ্টেশন কন্টিনজেন্ট কমান্ডার মোঃ আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অভ্যয় আশ্রম মৌসুম। এ মৌসুমে মেঘনা ও তেতুলিয়া নদীতে সব ধরনের মাছ ধরা, পরিবহন, বিক্রি, মজুদ ও বাজারজাত করা নিষিদ্ধ।

 

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩২:৫২ ● ৩০৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ