ডাকসু নির্বাচনে সব ছাত্র সংগঠনের অংশগ্রহণ নিশ্চিতের দাবি

প্রথম পাতা » রাজনীতি » ডাকসু নির্বাচনে সব ছাত্র সংগঠনের অংশগ্রহণ নিশ্চিতের দাবি
শুক্রবার ● ১ ফেব্রুয়ারী ২০১৯


ফাইল ছবি
ঢাকা সাগরকন্যা অফিস ॥
ডাকসু নির্বাচনে সব ছাত্র সংগঠনের অংশগ্রহণ ও ক্যাম্পাসে সহঅবস্থান নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিস। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ইলিয়াস আহমদ বলেন, তথাকথিত প্রগতিশীলতার দোহাই দিয়ে আদর্শিক ছাত্র সংগঠনগুলোকে ডাকসু নির্বাচন থেকে দূরে রাখা সাধারণ ছাত্র সমাজ মেনে নেবে না। শুক্রবার সকালে বিজয়নগরে মজলিস কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। ২০ দলীয় জোটের শরিক দল খেলাফত মজলিসের ছাত্র সংগঠন ইসলামি ছাত্র মজলিসের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, বর্তমান জনবিচ্ছিন্ন সরকার ছাত্র-জনতার স্বাধীন মত প্রকাশকে ভয় পায়। তাই সভা-সমাবেশের ওপর বাঁধার সৃষ্টি করছে। ইসলামি ছাত্র মজলিসের আজকের শান্তিপূর্ণ র‌্যালিতে বাঁধা দেওয়া হয়েছে। কিন্তু সভা-সমাবেশে বাঁধা দিয়ে ছাত্র-জনতাকে বেশি দিন দাবিয়ে রাখা যাবে না। সমাবেশে আরও উপস্থিত ছিলেন, সংগঠনটির মহানগরী দেিণর সভাপতি মুহাম্মদ তাইফুর রহমান, ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মুহাম্মদ আবদুল গাফফার, সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আবদুল জলিল খেলাফত মজলিস ঢাকা মহানগরীর বায়তুলমাল সম্পাদক এইচ এম হুমায়ুন কবির আজাদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি এনামুল হক সা’দী, এনায়েত রাব্বী একরাম প্রমুখ।

এফএন/কেএস

বাংলাদেশ সময়: ১৬:২৯:০৭ ● ৪০৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ