কলাপাড়ায় স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় সন্ত্রাসী হামলা-আহত ১৫

প্রথম পাতা » কুয়াকাটা » কলাপাড়ায় স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় সন্ত্রাসী হামলা-আহত ১৫
বৃহস্পতিবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২০


কলাপাড়ায় স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় সন্ত্রাসী হামলা-আহত ১৫

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

পটুয়াখালীর কলাপাড়ায় ৭ম শ্রেনীর এক ছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মহিপুর থানার নিজামপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে লিমন মুসুল্লি, বেল্লাল, ছগির, মুসা, লালমিয়া মুসুল্লি, শাহিন মুসুল্লি, জাকির মুসুল্লি, নুরুনবী হাওলাদার, মেহেদীকে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় ওই গ্রামে থমথমে পরিবেশ বিরাজ করছে।

আহতদের সূত্রে জানা গেছে, ওই গ্রামের জব্বার মুসুল্লির ৭ম শ্রেনীতে পড়–য়া মেয়ে স্কুলে যাওয়ার সময় প্রায়ই উত্তক্ত করে একই এলাকার হেল্লাল খলিফা। গ্রামবাসীরা এর প্রতিবাদ করে। বৃহস্পতিবার সকালে হেল্লাল খলিফা বহিরাগত বখাটে সন্ত্রাসীদের নিয়ে নিজামপুর গ্রামে হামলা চালায়। এতে ওই গ্রামের কমপক্ষে ১৫ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহতদের কলাপাড়া হাসপাতালে চিকিৎসা দেয় হচ্ছে।
নিজামপুর গ্রামের জব্বার মুসুল্লি বলেন, তার মেয়েকে হেল্লাল খলিফা স্কুলে যাওয়া আসার সময় প্রতিদিনই উত্তক্ত করে আসছে। এমনকি বাড়িতে ডুকে শ্লীলতাহানীর চেষ্টাও করে।
আহত জকির মুসুল্লি বলেন,স্কুল পড়–য়া তার ভাইয়ের মেয়েকে হেল্লাল খলিফা প্রতিদিনই উত্তক্ত করে আসছে। এ নিয়ে বেশ কয়েকবার শালিস ব্যবস্থা হয়েছে। এর সোধ নিতে বৃহস্পতিবার সকালে তার বহিরাগত বখাটে সন্ত্রাসী দলবল নিয়ে এ হামলা চালায়।
মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো.নাসির উদ্দিন এ ঘটনার তিব্রনিন্দা ও সুষ্ঠু বিচারের দাবী জানান।
মহিপুর থানার ওসি সোহেল অহম্মেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থালে গিয়েছিলম। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। এখন পর্যন্ত কোন মামলা হয়নি।

এমবি/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩৮:৪৯ ● ৩৪৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ