তজুমদ্দিনে ৫০ লক্ষ টাকার কারেন্টজালে আগুন

প্রথম পাতা » ভোলা » তজুমদ্দিনে ৫০ লক্ষ টাকার কারেন্টজালে আগুন
মঙ্গলবার ● ২৮ জানুয়ারী ২০২০


---

 

সাগরকন্যা তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি॥

ভোলার তজুমদ্দিনের কোষ্টগার্ড ও মৎস্য অধিদপ্তর দিনভর যৌর্থ অভিযান চালিয়ে প্রায় দুইলক্ষ মিটার অবৈধ কারেন্টজাল ও একটি বেড়জাল জব্দ করেছে। পরে বিকালে আটককৃত এসব জাল শশীগঞ্জ ঘাটে জনসম্মুখে আগুণে পুড়ে ধ্বংস করা হয়েছে।

 

উপজেলা মৎস্য অফিসার (অ.দা) আমির হোসেন জানান, মঙ্গলবার দিনভর মৎস্য অধিদপ্তর ও কোষ্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডারের নেতৃত্বে যৌথ টিম তজুমদ্দিনের শশীগঞ্জ, কাটাখালী, মহেশখালী, চরমোজাম্মেলসহ বিভিন্ন মাট ঘাট সংলগ্ন মেঘনায় অভিযান পরিচালনা করেন। এ সময় মেঘনা নদী থেকে  প্রায় দুইলক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়, যার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা।

 

পরে বিকালে উপজেলা নির্বাহি কর্মকর্তা আশ্রাফুল ইসলামের উপস্থিতিতে জব্দকৃতজাল আগুনে পুড়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কোষ্টগার্ড কমান্ডার মোঃ আব্দুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাসেদ খান, প্রেসক্লাব সভাপতি মোঃ রফিক সাদী প্রমুখ।

 

আরএস/কেএস 

 

বাংলাদেশ সময়: ২০:০৪:১৭ ● ৫৫৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ