কলাপাড়ায় শহীদ আলাউদ্দিন’র স্মরণে র‌্যালী ও স্মরণসভা অনুষ্ঠিত

প্রথম পাতা » শোক/মৃত্যুবার্ষিকী » কলাপাড়ায় শহীদ আলাউদ্দিন’র স্মরণে র‌্যালী ও স্মরণসভা অনুষ্ঠিত
মঙ্গলবার ● ২৮ জানুয়ারী ২০২০


---

 

সাগরকন্যা কলাপাড়া অফিস॥ 

বাঙ্গালীর স্বাধীকার আন্দোলন ও উনসত্তরের গণঅভ্যুত্থানে দক্ষিণ বঙ্গের প্রথম শহীদ কলাপাড়ার কৃতি সন্তান কিশোর শহীদ আলাউদ্দিন’র স্মরণে পটুয়াখালীর কলাপাড়ায় শোক র‌্যালী ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। নাগরিক উদ্যোগ কলাপাড়ার আয়োজনে মঙ্গলবার সকালে কলাপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন থেকে এক শোক র‌্যালী বের হয়ে শহীদ আলাউদ্দিন বেদীতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে নাগরিক উদ্যোগ’র সভাপতি নাসির উদ্দিন তালুকদারের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন, তৎকালীন ছাত্র নেতা ফজলুর রহমান শানু সিকদার, আহসান উদ্দিন জসিম, শহীদ আলাউদ্দিন’র চাচাতো ভাই আবুল কালাম খান, সাবেক প্রধান শিক্ষক আবুল হোসেন, শহীদ আলাউদ্দিন’র স্মরণে কয়েকটি প্রস্তাবনা তুলে ধরেন বিশ্বাস শফিকুর রহমান টুলু। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক মো.রফিকুল ইসলাম।

 

এসএম/কেএস 

 

বাংলাদেশ সময়: ১৯:০৭:০৩ ● ৩৯৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ