কলাপাড়ায় স্বামী পরিত্যক্তা গার্মেন্ট কর্মীকে ঘর থেকে অপহরণ করে রাতভর ধর্ষণ

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » কলাপাড়ায় স্বামী পরিত্যক্তা গার্মেন্ট কর্মীকে ঘর থেকে অপহরণ করে রাতভর ধর্ষণ
বুধবার ● ২২ জানুয়ারী ২০২০


প্রতীকী চিত্র

 

সাগরকন্যা কলাপাড়া অফিস॥ 

গার্মেন্ট কর্মী এক সন্তানের মা স্বামী পরিত্যক্তা (২০) কে ঘর থেকে অপহরণ করে নিয়ে রাতভর ধর্ষণ শেষে ঢাকায় যেতে বাধ্য করা হয়েছে। এমনকি ভিকটিমের মা বৃদ্ধা হাসি বেগমকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। যাতে থানা পুলিশকে জানানো না হয় এজন্য খুন-জখমের হুমকি দেয়া হয়েছে। বুধবার বেলা ১১টায় পুলিশ খবর পেয়ে ভিকটিমের মাকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। কলাপাড়ার পায়রা তাপ বিদ্যুত কেন্দ্র এলাকা লোন্দার শীর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী মোড়ল বাহিনীর প্রধান পলাশ মোড়লের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ পাওয়া গেছে।

 

কলাপাড়া থানার এসআই আবুল হোসেন জানান, শনিবার দিবাগত রাতে ওই গার্মেন্ট কর্মীকে আবাসন পল্লীর নাইট গার্ড তোফাজ্জেল মাদবরের ঘর থেকে দাও গলায় ঠেকিয়ে তুলে নেয় পলাশ মোড়ল বাহিনী। ভোর রাতে ওই গার্মেন্ট কর্মীতে ফের বাড়িতে রেখে কাউকে এ খবর না জানানোর জন্য খুনের হুমকি দেয়া হয়। এক পর্যায় ভিকটিমকে ঢাকায় যেতে বাধ্য করা হয়। এরপরে পলাশ মোড়লের স্ত্রীসহ একটি চক্র ওই পরিবারের ওপর পাহারা বসায়। পুলিশ বুধবার গিয়ে ভিকটিমকে না পেলেও তার মা হাসি বেগমকে থানায় নিয়ে আসে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই এলাকার নকিব দেওয়ান ও মামুন গাজীকে আটক করেছে। কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হবে।

 

এমইউএম/কেএস 

 

বাংলাদেশ সময়: ১৮:২২:৩২ ● ৬৪১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ