কাউখালীতে পানি দিয়ে অবৈধ ভাটার ইট নষ্ট করলো প্রশাসন

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে পানি দিয়ে অবৈধ ভাটার ইট নষ্ট করলো প্রশাসন
শনিবার ● ১৮ জানুয়ারী ২০২০


---

 

কাউখালী সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালীতে অননুমোদিত তিনটি  ইটভাটায় অভিযান চালিয়ে প্রস্তুতকৃত প্রায় দেড় লক্ষাধিক কাঁচা ইটে পানি মেরে নষ্ট করে ফেলে প্রশাসন। শুক্রবার বিকেলে উপজেলার চর বাশুরী ও ডুমজুড়ি গ্রামে ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোছা.খালেদা খাতুন রেখা এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযান-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, কাউখালী সদর ইউনিয়নের চর বাশুরী গ্রামে মিজানুর রহমানের অনঅনুমোদিত মুন নামক একটি ইটের পাজাঁয়, ডুমজুড়ি গ্রামের মহারাজ হাওলাদার এবং সাহাদাৎ হোসেনের ইটের পাজাঁয় অভিযান চালানো হয়। এ সময় পাজাঁয় প্রস্তুতকৃত  দেড় লক্ষাধিক কাঁচা ইট ফায়ার সার্ভিস সদস্যরা পানি দিয়ে নষ্ট করেন। পাজাঁর মালিক মিজানুর রহমানসহ অন্যরা অভিযান টের পেয়ে পালিয়ে যান বলে এলাকাবাসি জানান।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা.খালেদা খাতুন রেখা বলেন, ‘প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই ওই ইট পোড়ানো হচ্ছিল। আমরা আজ তিনটি ইট ভাটায় অভিযান পরিচালনা করেছি। অভিযান এখনো চলমান আছে।’ অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

আরএইচআর/কেএস 

 

বাংলাদেশ সময়: ১৯:৫৯:০৮ ● ২৯৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ