চরফ্যাশনে শনিবার ৭০ হাজার শিশুকে ভিটামিন “এ” প্লাস খাওয়ানো হবে

প্রথম পাতা » ভোলা » চরফ্যাশনে শনিবার ৭০ হাজার শিশুকে ভিটামিন “এ” প্লাস খাওয়ানো হবে
শুক্রবার ● ১০ জানুয়ারী ২০২০


---

 

চরফ্যাশন সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশনে ভিটামিট “এ” ক্যাপসুল খাওয়ানো বিষয়ক অবহিতকরণ ও পরিকল্পনা সভা বৃহম্পতিবার সকাল সাড়ে ১০টায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে শনিবার ১১জানুয়ারী ৬৯হাজার ১৫৩জন শিশুকে নীল ও লালরংয়ের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

 

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা.শুভোন বসাকের সভাপতিত্বে অবহিতকরণ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আকলিমা ফারুক মিলা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম, চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ ওসি শামসুল আরেফীন। অনুষ্ঠান পরিচালনা করেন এমটি-ইপিআই সুভাস চন্দ্র মজুমদার।

 

শনিবার ১১জানুয়ারী সকাল ৮টা থেকে বিকার ৪টা পর্যন্ত এই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। একলাখ আইইউ নীলরং এর ক্যাপসুল। ৬-১১মাস বয়সের ৭হাজার ৮শ ৫৩ জন শিশু। দুই লাখ আই ইউ লালরং এর ক্যাপসুল  ১-৫ শিশু ৬১হাজার ২৮৫জনকে খাওয়ানো হবে। সকল ইউনিয়নের ওয়ার্ডের টিকাদান কেন্দ্রে  গুলোতে এই ক্যাপসুল খাওয়ানো হবে।


এএইচ/কেএস 

 

বাংলাদেশ সময়: ১৮:৫৫:১৩ ● ৩৫২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ