উপকূলজুড়ে বৃষ্টি, কৃষকসহ কর্মজীবী মানুষ চরম বিপাকে

প্রথম পাতা » লিড নিউজ » উপকূলজুড়ে বৃষ্টি, কৃষকসহ কর্মজীবী মানুষ চরম বিপাকে
শুক্রবার ● ৩ জানুয়ারী ২০২০


---

 

সাগরকন্যা রিপোর্ট॥

শুক্রবার সকাল থেকে উপকূলজুড়ে কখনও গুড়িগুড়ি আবার কখনও মাঝারি ধরনের বৃষ্টি পড়ছে। বৃষ্টিতে জনজীবনে বেড়েছে চরম ভোগান্তি। প্রচন্ড শীত অনুভূত হচ্ছে। কর্মজীবী মানুষ পড়েছেন বিপাকে। সবজি চাষীরা ফের লোকসানের শঙ্কায় পড়েছেন। ক্ষতির শিকার হয়েছেন চাষীরা। ধান কেটে এখনও শেষ করতে পারেন নি। বহু কুটিয়ালসহ সাধারণ কৃষক সিদ্ধ করা ধান নিয়ে বেশি বিপাকে পড়েছেন। জেলেরা প্রচন্ড শীত উপেক্ষা করে সাগরে মাছ শিকার করছেন। বৃষ্টির কারণে কুয়াকাটা পর্যটকশূন্য হয়ে পড়েছে। যারা আছেন তারাও হোটেলবন্দী হয়ে গেছেন। রাস্তাঘাট সব জনশূণ্য হয়ে পড়েছে। যানবাহন নেই বললেই চলে। খেটে খাওয়া শ্রমজীবীরা চরম বিপাকে রয়েছেন। সকালে বৃষ্টি থেমে থেমে পড়লেও বিকেল তিনটার পড়ে টানা মাঝারি ধরনের বৃষ্টি পড়ছে। অধিকাংশ মানুষ গৃহবন্দী হয়ে পড়েছেন। বুলবুলের ক্ষতি পুষিয়ে উঠতে না উঠতেই এখানকার সবজি চাষীরা ফের ক্ষতির কবলে পড়েছেন। বয়োবৃদ্ধ মানুষ ও শিশুরা রয়েছে শীতকষ্টে।


এমইউএম/কেএস

 

বাংলাদেশ সময়: ১৮:৫৮:২৭ ● ৩৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ