রাঙ্গাবালীতে আ’লীগ নেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ

প্রথম পাতা » সর্বশেষ » রাঙ্গাবালীতে আ’লীগ নেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ
বুধবার ● ২৫ ডিসেম্বর ২০১৯


রাঙ্গাবালীতে আ’লীগ নেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ

রাঙ্গাবালী (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাঙ্গাবালী ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান মামুনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টায় উপজেলা সদরের বাহেরচর বাজারে এ কর্মসূচি করা হয়।
উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আয়োজিত কর্মসূচির শুরুতে রাঙ্গাবালী ইউপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সদরের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করে চৌরাস্তায় গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নূরে আলম ফকু, সাবেক দপ্তর সম্পাদক মিলন হাওলাদার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান, ইউপি সদস্য মশিউর রহমান শিমুল, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক রওশন মৃধা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহথির মো. রেশাদ, রাঙ্গাবালী ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান তসলিম, ও ছাত্রলীগ নেতা বাবু তালুকদার প্রমুখ।
এসময় বক্তরা বলেন, সদ্য ঘোষিত উপজেলা আওয়ামী লীগের কমিটিতে সাইদুজ্জামান মামুন সাধারণ সম্পাদক হওয়ায় একটি মহল ঈর্শ্বান্নিত হয়ে তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। ওই কমিটিকে বাঞ্চাল করতে উঠে পড়ে লেগেছে তারা। এরই ধারাবাহিকতায় সাইদুজ্জামান মামুনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করা হচ্ছে। তাই অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা।
উল্লেখ্য, বিগত ১৯ ডিসেম্বর গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুনসহ ১১ জনের নাম উল্লেখ করে একটি মামলা করা হয়। উপজেলার নিজহাওলা গ্রামের আকলিমা বেগম বাদী হয়ে মামলাটি করেন। ওই মামলায় উল্লেখ করা হয়, ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে বাদীর স্বামী রিয়াজ হাওলাদারকে মারধর করে আহত করে আসামিরা।

কেএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২২:০৩:৪৬ ● ৩৪৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ