আগৈলঝাড়ায় বেবী হোমের ৩ শিশুকে পরিবারে হস্তান্তর

প্রথম পাতা » বরিশাল » আগৈলঝাড়ায় বেবী হোমের ৩ শিশুকে পরিবারে হস্তান্তর
রবিবার ● ২২ ডিসেম্বর ২০১৯


আগৈলঝাড়ায় বেবী হোমের ৩ শিশুকে পরিবারে হস্তান্তর

আগৈলঝাড়া (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশালের আগৈলঝাড়ার গৈলায় বিভাগীয় বেবী হোমে ঠাঁই নেয়া ৩ শিশুকে রবিবার (২২ ডিসেম্বর) সকালে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগীয় বেবী হোম থেকে শিশু নেয়ার জন্য বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের হাতেম মৃধার ছেলে বাবুল মৃধা আদালতে মিসকেস করেন। ওই কেসে আদালত তাকে বরিশাল বিভাগী বেবী হোম থেকে শিশুকে পরিবারের কাছে হস্তান্তরের রায় দেন।
রবিবার সকালে ওই শিশু নিবাস থেকে মো. সাইফুল নামে এক শিশুকে বাবুল মৃধার কাছে হস্তান্তর করা হয়। ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে উপজেলার আহুতি বাটরা গ্রামের কাওসার সরদার ও আলহাজ্ব সরদার নামে শিশুকে দরিদ্র পরিবার থেকে বরিশাল শিশু নিবাসে রাখা হয়েছিল। ওই দুই শিশু কাওসার ও আলহাজ্ব সরদারকে তার পরিবারের মা নুরনাহার বেগম ও নানী আম্বীয়া খাতুনের কাছে গতকাল রোববার সকালে বেবী হোম থেকে হস্তান্তর করা হয়েছে।
তিন শিশুকে হস্তান্তর করার সময় উপস্থিত ছিলেন, বরিশাল সমাজ সেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তা মো. সাজ্জাদ পারভেজ, বিভাগীয় বেবী হোমের উপ-তত্বাবধায়ক মো. আবুল কালাম আজাদ প্রমুখ।

এএলএস/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৫৩:১৩ ● ৭৬৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ